সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিসিসিআইয়ের তোপের মুখে কোহলি!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অ্যাথলিটদের পারফরম্যান্স ঠিক রাখতে সবসময় ফিট থাকতে হয়। ভারতীয় দলে সবচেয়ে ফিট খেলোয়াড়দের একজন বিরাট কোহলি, এ কথা প্রায় সবারই জানা। অতীতে বিসিসিআই এর প্রতিবেদনেই এমন তথ্য উঠে এসেছে। এবার শারীরিক ফিটনেস পরীক্ষার ফল পেয়ে কোহলি বোধ হয় একটু বেশিই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস টেস্টের তথ্য শেয়ার করে কিছুটা ঝামেলায় পড়লেন কোহলি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) থেকে অনুশীলন শুরু করেছে ভারত। ছ’দিন বেঙ্গালুরুতে অনুশীলন করবে তারা। তার পর এশিয়া কাপের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাবেন রোহিত শর্মারা। সেখানে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন তারা। 

এশিয়া ও বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেসে জোর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মূল প্রস্তুতি শুরুর আগে বিশেষ ফিটনেস ক্যাম্প করানো হয়েছে রোহিত-কোহলিদের। জিমের পাশাপাশি ক্রিকেটারদের খাদ্যাভ্যাস ও ঘুমের রুটিনও বেঁধে দিয়েছিল বিসিসিআই। ইয়ো-ইয়ো টেস্টে অংশ নিতে হয়েছে দেশে থাকা ক্রিকেটারদের। সেখানে সর্বোচ্চ স্কোর করেছেন বিরাট কোহলি।

ইয়ো ইয়ো পরীক্ষায় পাশ করে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন কোহলি। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেন এবং লেখেন, ‘ইয়ো ইয়ো টেস্ট শেষ করার পরের আনন্দ। ১৭.২ হয়েছে।’ বিরাটের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের তরফে ক্রিকেটারদের এমন তথ্য ফাঁস করতে নিষেধ করে দেওয়া হয়েছে।

এক বোর্ড কর্তা বলেন, কোনো গোপন তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ক্রিকেটারদের। মৌখিকভাবেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। অনুশীলনের ছবি পোস্ট করতেই পারে কেউ। কিন্তু কত স্কোর করেছে, সেটা বলে দেওয়ার অধিকার নেই তাদের।’

আর.এইচ 

বিরাট কোহলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন