বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’

কলেজছাত্রীকে ধর্ষণে চীনা নাগরিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

রাজধানীর উত্তরা-পশ্চিম থানা

বিয়ের প্রলোভন দেখিয়ে চীনে নিয়ে যাওয়ার কথা বলে টানা দুদিন এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক চীনা নাগরিকের বিরুদ্ধে। পরে তাকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা-পশ্চিম থানা পুলিশ। 

গ্রেফতার চীনা নাগরিকের নাম জি সেন (৫৮)। তার সহযোগী হীরা চাকমা (২৫)।

মঙ্গলবার (২৯ আগস্ট) উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুম আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।  

মাসুম আলম বলেন, রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। 

তিনি বলেন, ভুক্তভোগী কলেজছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এখন পরিবারের হেফাজতে আছেন ঐ ছাত্রী।

পুলিশ জানায়, ওই ছাত্রী সরকারি একটি কলেজের উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষে পড়ে। পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করে। গ্রেফতার চীনের নাগরিক জি সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। তাকে চীনে নিয়ে যাওয়ার কথা বলেছিল হীরা চাকমা। ফাঁদে ফেলে ছাত্রীকে গত শুক্রবার রাতে জি সেনের উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসায় নিয়ে যায় হীরা চাকমা। সেখানে ছাত্রীকে ধর্ষণ করে জি সেন। ওই ছাত্রী বাসা থেকে চলে যেতে চাইলে জি সেনের সঙ্গে বিয়ের কথা বলা হয়। পরদিন একই কথা বলে আবার ধর্ষণ করা হয় তাকে।

এসকে/  আই.কে.জে


কলেজছাত্রীকে ধর্ষণ চীনা নাগরিক গ্রেফতার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ উত্তরা পশ্চিম থানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250