শনিবার, ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় 'সেভেন সিস্টার্সকে' বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত *** 'রোহিঙ্গা ইস্যুতে এখনই উপসংহারে পৌঁছানো উচিত হবে না' *** ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা ঈদের সিনেমার গান *** থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা *** ইউনূস–মোদির বৈঠকে 'আশার আলো' দেখছে বিএনপি *** ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক *** সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর *** সাড়া ফেলেছে নিশো–তমার ‘দাগি’, বেড়েছে শো *** রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার, প্রথম ধাপে যাবে ১ লাখ ৮০ হাজার *** ঈদে সিনেমা হলে কেন নেই ‘জ্বীন থ্রি’, যা বলছেন প্রযোজক

কলেজছাত্রীকে ধর্ষণে চীনা নাগরিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

রাজধানীর উত্তরা-পশ্চিম থানা

বিয়ের প্রলোভন দেখিয়ে চীনে নিয়ে যাওয়ার কথা বলে টানা দুদিন এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক চীনা নাগরিকের বিরুদ্ধে। পরে তাকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা-পশ্চিম থানা পুলিশ। 

গ্রেফতার চীনা নাগরিকের নাম জি সেন (৫৮)। তার সহযোগী হীরা চাকমা (২৫)।

মঙ্গলবার (২৯ আগস্ট) উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুম আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।  

মাসুম আলম বলেন, রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। 

তিনি বলেন, ভুক্তভোগী কলেজছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এখন পরিবারের হেফাজতে আছেন ঐ ছাত্রী।

পুলিশ জানায়, ওই ছাত্রী সরকারি একটি কলেজের উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষে পড়ে। পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করে। গ্রেফতার চীনের নাগরিক জি সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। তাকে চীনে নিয়ে যাওয়ার কথা বলেছিল হীরা চাকমা। ফাঁদে ফেলে ছাত্রীকে গত শুক্রবার রাতে জি সেনের উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসায় নিয়ে যায় হীরা চাকমা। সেখানে ছাত্রীকে ধর্ষণ করে জি সেন। ওই ছাত্রী বাসা থেকে চলে যেতে চাইলে জি সেনের সঙ্গে বিয়ের কথা বলা হয়। পরদিন একই কথা বলে আবার ধর্ষণ করা হয় তাকে।

এসকে/  আই.কে.জে


কলেজছাত্রীকে ধর্ষণ চীনা নাগরিক গ্রেফতার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ উত্তরা পশ্চিম থানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন