বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বুদ্ধের কানে স্পিকার বাজিয়ে টাকা আর প্রেমিকা চাইলেন চীনা তরুণ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশালাকার বুদ্ধমূর্তির কানের পাশে বড় এয়ারপড আকারের একটি স্পিকার বাজিয়ে নিজের জন্য অর্থ আর সুন্দরী প্রেমিকা চেয়েছেন এক চীনা তরুণ। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও প্রকাশ করেছেন দুয়িনে ঝাং নামের ওই তরুণ।

গত ২৫ এপ্রিল ভিডিওটি পোস্ট করেন তিনি। দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৭১ মিটার লম্বা লেশান জায়ান্ট বুদ্ধমূর্তিটির কাছে পৌঁছান। খবর এনডিটিভির।

ঝাং চিৎকার করে বলতে থাকেন, ‘হে বিশালাকার বুদ্ধ, আপনি জানেন কি, এই ২৭ বছরের জীবনে আমার কোনো গাড়ি নেই, বাড়ি নেই, প্রেমিকা নেই।’

ঝাং তার ইচ্ছাগুলো প্রকাশ করে বলেন, ‘প্রথমত আমি ধনী হতে চাই। আমার বেশি কিছু দরকার নেই। এক কোটি ইউয়ান (১৫ লাখ ডলার) হলেই যথেষ্ট। সবচেয়ে জরুরি বিষয় হলো আমি একজন প্রেমিকা চাই, যে একটু সুন্দর হবে, প্রেমময়ী হবে এবং আমার এক কোটি ইউয়ান অর্থের চেয়ে আমাকেই বেশি ভালোবাসবে।’

আরো পড়ুন: স্ত্রীর রাগ কমাতে গিয়ে জিতে নিলেন ১৬ কোটি টাকা!

তিনি জানান, নিজের প্রার্থনা উচ্চ স্বরে ও স্পষ্ট করে প্রকাশের জন্য তিনি বুদ্ধমূর্তিটির কানের কাছে স্পিকারটি ধরেছিলেন। 

তিনি আরও বলেন, একটি ই-কমার্স ওয়েবসাইট থেকে তিনি স্পিকারটি কিনেছেন। কারণ, তার মনে হয়েছে এটি বুদ্ধের সঙ্গে ভালো যায়।

ঝাংয়ের বিশ্বাস, বুধ গ্রহের দশার কারণে দুর্ভাগ্য তার পিছু ছাড়ছে না। এমন অবস্থায় তিনি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বড় বুদ্ধমূর্তির কাছে গিয়ে প্রার্থনা করার সিদ্ধান্ত নেন। ঝেজিয়াং থেকে সিচুয়ানে যেতে তার ১২ ঘণ্টা সময় লেগেছে।

এম এইচ ডি/ আই. কে. জে/

বুদ্ধমূর্তি স্পিকার চীনা তরুণ অর্থ প্রেমিকা

খবরটি শেয়ার করুন