শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ

বৃষ্টির বাধায় টস হতে দেরি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: টুইটার

প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডেতেও বাগড়া দিয়েছে বৃষ্টি। আর তাই নির্ধারিত সময়েও হয়নি টস। এখনও বৃষ্টি পড়ছে। 

ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে শুক্রবার (১২ মে) বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে টস না হওয়ায় খেলা শুরু হতেও দেরি হবে।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১২ মে ২০২৩)

দিনের শুরুতে বৃষ্টি ছিল না। বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দল যখন মাঠে প্রবেশ করে তখন আকাশ বেশ রোদ ঝলমলে ছিল। মাঠে অনুশীলনও করেছেন ক্রিকেটাররা। 

কিন্তু টসের আগেই বাংলাদেশ সময় ৩টার পর থেকে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির মাত্রা আগের দিনের মতো না। আপাতত আম্পায়াররা মাঠ পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৫টার পর বৃষ্টি থামতে পারে। তাহলে ৩০ ওভারে ম্যাচটি হতে পারে।  

এম/

 

বৃষ্টি টস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন