শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর তৈরিতে সন্তুষ্ট বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যু্ক্তষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর তৈরি হয়েছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এ প্রকল্পের দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে।’

তিনি আনন্দের সাথে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ইইউ একটি নতুন ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে, এ প্রকল্প একে অপরের প্রতি সহযোগিতার প্রতীক।

শনিবার  (৯ সেপ্টেম্বর) ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়ন ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ শিপিং এবং রেল যোগাযোগ করিডোর চালুর ব্যাপারেও সিদ্ধান্ত নেয়। 

জি-২০ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সৌদি আরবের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং ইউরোপীয় ইউনিয়ন এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এ করিডোরকে ভারত, দক্ষিণ এশিয়া এবং ইউরোপের মধ্যে অর্থনৈতিক সুবিধা স্থাপনের কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন মোদী।

এ করিডোরের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে মোদী বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারত অর্থনৈতিক অবকাঠামোর পাশাপাশি সামাজিকতাকেও গুরুত্ব দিচ্ছে। সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি জোর প্রদান করে তিনি বলেন, বিভিন্ন দেশের মধ্যে সংযোগ স্থাপন শুধুমাত্র বাণিজ্য সুবিধাই বৃদ্ধি করে না, একইসাথে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসাও বৃদ্ধি করে।

এসকে/

যুক্তরাষ্ট্র ভারত জি-২০ মোদী নয়াদিল্লি বাইডেন অর্থনৈতিক করিডোর

খবরটি শেয়ার করুন