ছবি: সংগৃহীত
ভারতের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেল গত মঙ্গলবার মহিলাদের জন্য ক্রীড়া বিষয়ক সেমিনারের আয়োজন করে। এ আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন জাতীয় মহিলা কমিশন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যান্ড প্রোগ্রাম কো-অর্ডিনেটর, এনএসএস সেল, জিইউ এর পরিচালক, ডাঃ রঞ্জন কেআর কাকতি।
তিনি বলেন, বর্তমান সময়ে খেলাধুলা সরকারি ও বেসরকারি নানা চাকরির সুযোগ করে দিচ্ছে। তাই বর্তমানে মেয়েরা খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করছেন। তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার বিষয়ে আরো বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডঃ শর্মিষ্ঠা ব্যানার্জি। তিনি মেয়েদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরে এ সম্পর্কিত সব ধরনের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন।
আরো পড়ুন: থাইল্যান্ডে নির্বাচনে গণতন্ত্রপন্থিদের বিশাল জয়
গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডঃ পলি ভাকুলাইন সেমিনারে অংশগ্রহণকারীদের সাথে কথা বলেন।
সেমিনারে রাজ্য ও জাতীয় স্তরের প্রায় ১০০ জন মহিলা খেলোয়াড়েরা অংশ নেন।
এম এইচ ডি/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন