শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে বন্ধ হতে চলেছে আফগান দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের প্রতি ভারত সরকারের সমর্থনের অভাবের কারণে ১ অক্টোবর থেকে ভারতে কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা জানান ভারতে অবস্থিত আফগান দূতাবাস।

নয়াদিল্লিতে আফগান দূতাবাস এ সিদ্ধান্তের কথা জানান। এ ধরনের সিদ্ধান্তের জন্য দু:খ প্রকাশও করেছেন আফগান দূতাবাস।

এ ব্যাপারে আফগান দূতাবাসের দাবি ভারত সরকারের তাদের প্রতি সমর্থনের যথেষ্ট অভাব রয়েছে, যা ভারতে তাদের কার্যক্রমকে ব্যাহত করে। অর্থাৎ আফগানিস্তানের স্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রে ভারত তাদের কোন সাহায্যে এগিয়ে আসেনি বিধায় এবার তারা দূতাবাসের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ভারতে কূটনৈতিক সমর্থনের অভাবের কারণে আফগানিস্তান তাদের নাগরিকদের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হচ্ছে।

অন্যান্য দেশের মতো, ভারতও আফগানিস্তানের তালেবান শাসকদেরকে স্বীকার করেনি। ২০২১ সালে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় ভারত। তবে ভারতে আফগানিস্তানের দূতাবাস চালানোর অনুমতি ছিল। বিতাড়িত আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের নিয়োজিত লোকেরাই এখানে ভিসাপ্রদানসহ বাণিজ্য সংক্রান্ত সকল বিষয় পরিচালনা করতো।

এসকে/ এএম/ 

আফগানিস্তান ভারত নয়াদিল্লি দূতাবাস

খবরটি শেয়ার করুন