সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

ভারতের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

২০২৩ বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাত্তা পেলো না পাকিস্তান। বোলারদের দাপটের পর রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে বাবর বাহিনীকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে আয়োজকরা।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে রোহিত শর্মার ঝড়ো ৮৬ রানের ইনিংসে ১৯.৩ ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত।

এবারও ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অপরাজিতই থেকে গেল ভারত। আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বীদের কোনো পাত্তা না দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের রেকর্ড ধরে রাখল রোহিত শর্মার দল। 

এই জয়ে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে ভারত। ওয়ানডে বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৮ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই মোকাবিলায় প্রত্যেকবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত।

আরো পড়ুন: ভারতকে ১৯২ টার্গেট দিলো পাকিস্তান

প্রথমে ব্যাট করতে নেমে দেখেশুনেই শুরু করেছিল পাকিস্তানের ওপেনাররা। এরপর মিডল অর্ডারে ইনিংসের হাল ধরেছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুই অভিজ্ঞ ব্যাটারে ভর করে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল তারা। তবে রানখরা কাটিয়ে ফিফটি হাঁকিয়ে পাক অধিনায়কের বিদায়ের পরই তাসের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। এতে দুইশ রানের আগেই থামল ম্যান ইন গ্রিনদের ইনিংস।

প্রথমে ব্যাট করতে নেমে বাবর আজমের ৫০ ও মোহাম্মদ রিজওয়ান করেন ৪৯ রানের পরও ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার টর্নেডো ইনিংসের পর শ্রেয়াস আইয়ারের অপরাজিত ফিফটিতে ১১৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নিলো ম্যান ইন ব্লুজরা। 

এসকে/ আই.কে.জে/

পাকিস্তান ক্রিকেট ভারত জয় পরাজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন