সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

ভারতের ১০ টি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

বিশ্বের সপ্তাশ্চর্যের তালিকায় রয়েছে ভারতের তাজমহলের নাম। কিন্তু প্রতিবছর বিভিন্ন দেশের পর্যটক ভারতে শুধুমাত্র তাজমহল দেখার জন্যেই আসেন না। সম্প্রতি বিশ্ব পর্যটন দিবসে ভারতে একটি জরিপের ফলাফল প্রকাশিত হয় যেখানে উঠে আসে ১০ টি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের নাম, যা ভারতের অতীত ঐতিহ্য ও গৌরব বহন করে চলেছে এবং পর্যটকদের কাছেও সমান জনপ্রিয়। 

মামাল্লাপুরম:

ভারতের এক ঐতিহাসিক শহর মামাল্লাপুরম। শহরটি প্রাচীন মন্দির, গুহা ও স্থাপত্যশিল্পের জন্য বিখ্যাত।


প্রাচীন পল্লব রাজ্যের অন্তর্ভুক্ত এই শহরটিতে প্রাচীন নিদর্শনের মধ্যে রয়েছে পাথর দ্বারা নির্মিত বিশাল হাতির কাঠামো এবং পুরাতন শিব মন্দির।

তাজমহল:

হাতির দাঁতের মতো সাদা মার্বেল পাথরের তৈরি এই ঐতিহাসিক নিদর্শনটি সারা বিশ্বের কাছে ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।


মুঘল শাসক শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে তৈরি করেন এই তাজমহল। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় ১৬৪৩ সালে। প্রায় ৩২০ লাখ মার্কিন ডলার মূল্য খরচ করে এই স্থাপনাটি নির্মাণ করতে সময় লেগেছিল ১০ বছরের মতো।

সালুভানকুপ্পাম মন্দির:

তামিলনাড়ুতে অবস্থিত এ মন্দিরের ইষ্টদেবতা মুরুগান। এই মন্দিরটি বিশ্বের প্রাচীনতম মুরুগান মন্দির। ২০০৫ সালে এ মন্দিরটি আবিষ্কৃত হয়। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে এ মন্দিরের কিছু অংশ নির্মিত হয়েছিল।


আগ্রা দূর্গ: 

তাজমহল থেকে কয়েক মাইল দূরে আগ্রা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই দূর্গ। মুঘল সম্রাট আকবর এ দূর্গটি নির্মাণ করেন। লাল বেলেপাথর দিয়ে তৈরি এ দূর্গটির অবস্থান যমুনা নদীর তীরে। 


দূর্গের জাদুঘর:

তামিলনাড়ুর পুদুক্কোত্তাই জেলার থিরুমায়ম শহরে অবস্থিত থিরুমায়ম দূর্গটি ৪০ একর জমি জুড়ে বিস্তৃত। ১৬৮৭ সালে রাজা বিজয় রঘুনাথ সেতুপতি এই মহান দূর্গটি নির্মাণ করেন।

জিঞ্জি দূর্গ:

জিঞ্জি দূর্গ বা সেঞ্জি দূর্গকে ব্রিটিশ শাসকেরা প্রাচ্যের ট্রয় বলে অভিহিত করেন। প্রতি বছর প্রচুর পর্যটকেরা এ দূর্গ দেখতে আসেন।


কুতুব মিনার:

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত কুতুব মিনার ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি। ১১৯৯ থেকে ১২২০ সালের মধ্যে নির্মিত ৭২.৫ মিটার লম্বা এই মিনারটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। 


ভাট্টাকোট্টাই দূর্গ:

তামিলনাড়ুর কন্যাকুমারীর কাছে সমুদ্রতীরবর্তী ভাট্টাকোট্টাই দূর্গ সমগ্র দেশের মাঝে সবচেয়ে মনোরম দূর্গ। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, এ দূর্গটি ১৮ শতকে ত্রাভাঙ্কোর রাজ্যের সময় নির্মিত হয়েছিল।


লালকেল্লা:

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত এ লালকেল্লা নির্মাণ করেন মুঘল সম্রাট। ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রতিবছর পর্যটকেরা এ লালকেল্লা পরিদর্শনে আসেন।


পাথর কাটা জৈন মন্দির:

পাথর কেটে কেটে নির্মিত এ জৈন মন্দির ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এ মন্দির প্রাচীন ভারতের শৈল্পিক নিদর্শনের প্রতিচ্ছবি। মন্দিরটি আরিভারকোভিল বা আরিভার মন্দির নামেও পরিচিত। 


৫৮০ থেকে ৬৩০ খ্রিষ্টাব্দে রাজা মহেন্দ্রবর্মা নির্মাণ করেন এ জৈন মন্দিরটি।

এসকে/ এএম/ 

তাজমহল ভারত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ মামাল্লাপুরম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন