সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভাড়াটে সেনাদের রাশিয়ার প্রতি অনুগত থাকার শপথ নিতে হবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

ওয়াগনারসহ অন্যান্য রুশ ভাড়াটে সেনাদের রাশিয়ার প্রতি অনুগত থাকার শপথ নিতে হবে বলে আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা যাওয়ার তিন দিন পর পুতিন এই আদেশ জারি করলেন।

শনিবার (২৭ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন হতে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্য নন অথচ ইউক্রেনে রুশ বাহিনীকে সহযোগিতা করছেন অথবা আঞ্চলিক প্রতিরোধযোদ্ধা হিসেবে সামরিক তৎপরতা চালাচ্ছেন, এমন সবাইকেই এ আদেশ মানতে হবে। শুক্রবার (২৭ আগস্ট) পুতিন এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন এবং স্বাক্ষরের সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়।

গত বুধবার (২৩ আগস্ট) মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ওই উড়োজাহাজে ছিলেন প্রিগোজিন ও ওয়াগনারের সহপ্রতিষ্ঠাতা দিমিত্রি উতকিনসহ ১০ আরোহী। এরপর ১০ মরদেহ উদ্ধারের ঘোষণা দেওয়া হলেও প্রিগোজিনের নিহত হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি রুশ কর্তৃপক্ষ। তবে এ ঘটনার পর অনেকটা নেতৃত্বশূন্য হয়েছে ওয়াগনার। এই পরিস্থিতিতে পুতিন ভাড়াটে সেনা সরবরাহকারীদের অনুগত থাকার শপথ নেওয়ার আদেশ দিলেন।

সামরিক পর্যবেক্ষকেরা বলছেন, গত জুন মাসে প্রিগোজিনের নেতৃত্বে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ক্ষণস্থায়ী এক বিদ্রোহ করেন ওয়াগনার সেনারা। এ ঘটনার পরে পুতিন শঙ্কা করছেন, ভাড়াটে সেনাদের ওপর তাঁর কর্তৃত্ব কমেছে। কর্তৃত্বের বিষয়টি নিশ্চিত করতেই তিনি এই আদেশ দিয়েছেন।

এব্যাপারে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের নাতিয়া সেসকুরিয়া বিবিসিকে বলেন, ‘পুতিন ওয়াগনারের ওপর নিয়ন্ত্রণ বাড়িয়ে বাহিনীটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছেন। পুতিন এর দ্বারা এটা নিশ্চিত করতে চাইছেন যে, গত জুনের মতো ঘটনা যাতে আর না ঘটে।’

এদিকে শনিবার (২৬ আগস্ট) ‘রুশিচ’ নামে ওয়াগনারের একটি উপশাখা ঘোষণা দিয়ে জানায়, ইউক্রেনে সামরিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে তারা। ওয়াগনারের এই উপশাখা কট্টর ডানপন্থীদের নিয়ে গঠিত।

শনিবার এক টেলিগ্রাম পোস্টে রুশিচ অভিযোগ তুলেছে, তাদের একজন প্রতিষ্ঠাতা সদস্য ইয়ান পেত্রোভস্কিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ভিসা নীতি লঙ্ঘন করার অভিযোগে ফিনল্যান্ডে আটক হয়েছেন পেত্রোভস্কি। তাঁকে ইউক্রেনে প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান।

এম.এস.এইচ/ 

রাশিয়া-ইউক্রেন পুতিন ওয়াগনার

খবরটি শেয়ার করুন