ছবি: সংগৃহীত
সম্প্রতি মূর্তি ও ভাস্কর্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে ভুটানে। যার ছাপ সেখানে ভাস্কর্য তৈরির ব্যবসাতেও পড়েছে।
ভুটানের পুনাখা শহরে ভাস্কর্য তৈরির ব্যবসা চালিয়ে যাচ্ছেন নামগে ওয়াংদি নামে ৪০ বছর বয়সী এক ব্যবসায়ী। তিনি জানান, বর্তমানে তার ব্যবসা ক্রমবর্ধমান হলেও চাহিদা অনুযায়ী ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে তাকে অনেক কষ্ট করতে হচ্ছে। তার এ কোম্পানি শুধুমাত্র মূর্তি ও ধর্মীয় ভাস্কর্য নির্মাণই করে না বরং দেশের ভাস্কর্যের ঐতিহ্য সংরক্ষণেও সহায়তা করে।
তিনি প্রায় ২০ বছর ধরে ভাস্কর্য নির্মাণ করে চলেছেন। মাত্র ১৬ বছর বয়সেই তিনি নৈপুণ্যের সাথে ভাস্কর্য নির্মাণ করতে শিখেন। আর ২৪ বছর বয়স থেকে তিনি এ ব্যবসা শুরু করেন। সেসময় থেকে তিনি বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণ করে চলেছেন। বর্তমানে তার ব্যবসা প্রসার লাভ করায় এখন এতে ১৫ জন ভাস্কর কাজ করে।
নামগে ওয়াংদির কোম্পানিটি সরকারি ও বেসরকারি উভয় কাজই করে দেয়। মূর্তিগুলো তৈরি করতে তাদের লাগে প্রায় দুই থেকে তিন মাস। তবে গ্রাহকদের চাহিদা পূরণে এবং একইসাথে নৈপুণ্যের সহিত ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এখানকার কর্মীরা মাস শেষে ৩০ হাজার গুলট্রাম পর্যন্ত বেতন লাভ করেন।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন