শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মানবিক সংকট মোকাবিলায় ৪৬ বিলিয়ন ডলার তহবিল চায় ওসিএইচএ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মানবিক সংকট মোকাবিলায় ৪৬ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। ফিলিস্তিন, সুদান এবং ইউক্রেনসহ মানবিক সংকটে থাকা বিশ্বের লক্ষ লক্ষ লোকদের জন্য আগামী বছর এই তহবিল ব্যবহার হবে। খবর রয়টার্সের।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) এর পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘাত, আর্থিক এবং জলবায়ুগত কারণে ২০২৪ সালে ৩০ কোটি মানুষের এই তহবিল লাগবে। জাতিসংঘের সহায়তা বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিত বলেন, মধ্যপ্রাচ্য, গাজা এবং পশ্চিমতীরেই সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন পড়বে। 

তিনি বলেন, মানবিক সহায়তার প্রক্রিয়াটি বড় ধরণের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কেননা গত বছর অর্থায়নের জন্য প্রয়োজনীয় ৫৭ বিলিয়ন বিলিয়ন ডলারের মধ্যে কেবল এক-তৃতীয়াংশেরও বেশি অর্থ সহায়তা দেয়া সম্ভব হয়েছে। গ্রিফিত এই অবস্থাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে তহবিল ঘাটতির সবচেয়ে খারাপ সময় হিসেবে মন্তব্য করেছেন। 

এইচআই/ আই.কে.জে/

জাতিসংঘ তহবিল ওসিএইচএ

খবরটি শেয়ার করুন