সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন ৫ বন্দীর মুক্তিতে জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পেল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা ইরানের প্রায় ৬০০ কোটি ডলার অবমুক্ত করার ঘোষণা দিয়েছে সিউল। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মোহাম্মদ রেজা ফারজিন বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, ইরান এই অর্থ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব আরোপিত নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা খাতে ব্যয় করবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অর্থ অবমুক্তের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শেয়ার করেছেন রেজা ফারজিন। তিনি সেখানে লিখেছেন, কাতারে অবস্থিত ইরানের ছয়টি ব্যাংকে এই অর্থ ফিরিয়ে দেওয়া হবে। বৈদেশিক লেনদেনের কূটনৈতিক বিভাগকে সফল কূটনীতির মাধ্যমে জব্দ করা অর্থ অবমুক্ত করার জন্য অভিনন্দন।’

এদিকে জব্দ থাকা অর্থ অবমুক্ত হওয়ার এক দিন আগে ওয়াশিংটন জানিয়েছিল, ইরান অবমুক্ত হওয়া অর্থ কেবল নিষেধাজ্ঞার আওতামুক্ত খাতে ব্যয় করতে পারবে। 

ইরানের কারাগার থেকে পাঁচ মার্কিনিকে মুক্তি দেওয়ার বিপরীতে এই অর্থ অবমুক্ত করা হয় বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। তিনি আরো বলেন, ইরান এই অর্থ কেবল খাদ্য, ওষুধ, চিকিৎসাসামগ্রীতে ব্যয় করবে। তবে এসব সামগ্রী কোনোভাবেই সামরিক খাতে ব্যবহার করা যাবে না। 

এদিকে  ইরান সরকারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ইরানের অর্থ ছাড় করার পরই কেবল পাঁচ মার্কিনিকে মুক্তি দেওয়া হবে।

এম.এস.এইচ/

ইরান যুক্তরাষ্ট্র

খবরটি শেয়ার করুন