সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মিঠুন-অমিতাভের ভয়ে বাধ্য হয়ে নাচ শিখেছিলেন গোবিন্দা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

নব্বইয়ের দশকের অন্যতম বলিউড সুপারস্টার গোবিন্দা। নায়ক হলেও তাঁর কৌতুকবোধ ছিল প্রশংসনীয়। বলিউডের ‘রাজাবাবু’র রূপ, অভিনয় দক্ষতা এবং নাচ দেখে কত যে নায়িকা তাঁর প্রেমে পড়েছিলেন তার ইয়ত্তা নেই। স্টারডমের চূড়ায় উঠে বসেছিলেন গোবিন্দা।

অভিনয়ের পাশাপাশি ইউনিক ডান্স স্টাইলের জন্যও পরিচিতি রয়েছে গোবিন্দার। সম্প্রতি এই নাচ নিয়েই করলেন অভিনেতা কিছু ব্যক্তিগত কথা ফাঁস। জানালেন, শখে নয়, বরং বাধ্য হয়েই তিনি শুরু করেছিলেন নাচ শেখা। 

গোবিন্দা বলেন, ‘আমি কীভাবে নাচতে হয় তাই জানতাম না! নাচ শেখা কিছুটা বাধ্য হয়েই। অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তীর মতো সেই সময়ে শীর্ষ তারকারা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ছিলেন। 

আমার অভিনয়ের বাইরেও এমন কিছু প্রতিভা থাকতে হত, যা আমাকে পরিচিতি পেতে সাহায্য করত। নয়তো ঘর কীভাবে চালাতাম? নিজের মনেই ভাবতাম আমি এমন কী করব, যাতে আমি আগে এগোতে পারি?’

‘কেউ একজন আমাকে সেই সময় পরামর্শ দিয়েছিলেন, ‘তোর ছবির থেকে তোর গান বেশি চলে।’ আমার সমস্ত গান (আপ কে আ জানে সে, আই অ্যাম আ স্ট্রিট ড্যান্সার, বম বম বাম্বাই ) সুপারহিট ছিল, তাই আমি সিদ্ধান্ত নেই কেন আমি আমার নাচের দক্ষতার উপরে ভরসা করব না! জলদিই আমার নাম হয়ে গেল ডান্সার হিসেবে। ওই করতে করতে আমি ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করা শুরু করি। দিলীপ সাহেবের সঙ্গে কাজ করি।’

‘ধর্মেন্দ্রজি, জিতেন্দ্রজি , শত্রুঘ্ন সিনহাজি, অমিতাভজি, রাজেশ খান্নাজি-র সঙ্গে আমিও একজন অভিনেতা হিসেবে স্বীকৃতি পেলাম। তবে কিছুই পরিকল্পিত ছিল না।’

এর আগে সিমি গরেওয়ালের শো-তে এসে গোবিন্দা জানিয়েছিলেন অভিনেতা হওয়ার কথা কীভাবে তাঁর মাথায় এসেছিল। গোবিন্দা জানিয়েছিলেন, খার স্টেশনে একদিন গিয়েছিলেন তিনি আর তাঁর মা নির্মলা দেবী। তখন সদ্য পরিবারের সঙ্গে এসেছেন মুম্বইতে। তবে ভিড়ের কারণে পরপর ট্রেন ছাড়তে থাকেন গোবিন্দার মা। 

আরো পড়ুন: বড় পর্দায় নতুন রুপে মিঠুন-দেবশ্রী জুটি

বয়স বেশি হওয়ায় অন্যান্য প্যাসেঞ্জারদের সঙ্গে মারামারি করে ট্রেনে উঠতে পারছিলেন না। পাঁচটি ট্রেন বেরিয়ে যায়। তখনও স্টেশনে বসে নির্মলা। মাকে এই অবস্থায় দেখে চোখ জলে ভরে উঠেছিল গোবিন্দার। 

স্টেশনের পাশে থাকা এক আত্মীয়ের দোকান থেকে টাকা চেয়ে এনে মা-কে কিনে দিয়েছিলেন ফার্স্ট ক্লাসের টিকিট। আর তারপরই সিদ্ধান্ত নেন অভিনেতা হওয়ার। যাতে আর্থিক সমস্যায় না পড়ে তাঁর পরিবার। এই ঘটনার পরই কঠোর পরিশ্রম করেছিলেন গোবিন্দা খ্যাতি, সাফল্য ও আর্থিক স্বাচ্ছল্য পেতে। 

এসি/ আই.কে.জে/



মিঠুন চক্রবর্তী গোবিন্দা

খবরটি শেয়ার করুন