শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোরেলে ‘এলোপাতাড়ি’ বিজ্ঞাপন, যাত্রীদের ক্ষোভ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় দ্রুতগতি ও সৌন্দর্যের প্রতীক একটি আদর্শ বাহন হিসেবে যাত্রীদের মনে অনেকটা জায়গা করে নিয়েছে মেট্রোরেল। কিন্তু হঠাৎ করে মেট্রোরেলে এলোপাতাড়ি বিজ্ঞাপন লাগানোর ফলে এটি সৌন্দর্য হারিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রোরেলের এমন কিছু ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ে। 

সেই ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে, একটি প্রতিষ্ঠান মেট্রোরেলের ভেতর বিজ্ঞাপন সাঁটিয়েছে। বিজ্ঞাপনগুলো মেট্রোরেলের দরজায়, জানালার কাছে এবং নির্দেশনা সূচির কাছে লাগানো হয়েছে। ট্রেনের যে জায়গাটুকুর মধ্যে ৬ জন মানুষ দাঁড়ায় এবং তিনজন মানুষ বসতে পারে ততটুকু জায়গার মধ্যে অন্তত দশটি পোস্টার সাঁটানো হয়েছে। বিষয়টি নিয়ে নানা ধরনের বিরূপ মন্তব্য করছেন যাত্রীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, বিশ্বের সব মেট্রোরেলেই বিজ্ঞাপন থাকে, কিন্তু সব কিছুরই একটা সৌন্দর্য থাকে। এই ছবিটা অনলাইন থেকে পাওয়া, এডিট করা মনে হচ্ছে না। এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে মেট্রোরেল কর্তৃপক্ষ এবং বিজ্ঞাপনদাতা দুইজনেরই রুচিবোধ, ব্র্যান্ডিং, মার্কেটিংয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। মনে হচ্ছে ফার্মগেটে কোনো দেয়ালের ওপর পোস্টার লাগানো হয়েছে। এতো সুন্দর একটা উদ্যোগ, এভাবে নষ্ট করা উচিত না।

আশরাফুল আলম খোকনের পোস্টে অসংখ্য মানুষ বিষয়টি নিয়ে সমালেচনামূলক বিভিন্ন মন্তব্য করেছেন।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ৫ কোটি টাকায় বিজ্ঞাপন প্রচারের জন্য বিজ্ঞাপন এজেন্সি মিডিয়া কমের সঙ্গে ডিএমটিসিএলের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।

এ বিষয়ে কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, এটা আমাদের বিজনেস প্লানিংয়ের একটা অংশ। উন্নত বিশ্বেও মেট্রোরেলে বিজ্ঞাপনের প্রচলন আছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই আমরা শুরু করেছি। এতে করে মেট্রো রেলের খরচ কমে আসবে বলে আমরা মনে করছি।

মেট্রোরেল আয় বাড়াতে ট্রেনের ভেতর বিজ্ঞাপন লাগানোর অনুমতি দিয়েছে। কিন্তু বিজ্ঞাপনগুলো এতটা অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে যে, ভেতরের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে বলে যাত্রীরা মন্তব্য করছেন।

এদিকে মেট্রোরেলের সৌন্দর্য নষ্ট করার দায়ে কনকা ফ্রিজ বয়কট করা হোক নামে একটি ইভেন্টও খুলেছে ‌‘মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটি-ঢাকা’র মডারেটর ফারহানা তাসনিম।

এসকে/ 




রাজধানী মেট্রোরেল বিজ্ঞাপন

খবরটি শেয়ার করুন