সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মেয়েদের যে গোপন জিনিস পুরুষকে আকৃষ্ট করে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

নারী-পুরুষের একে অপরের প্রতি অমোঘ টান চিরাচরিত। যুগে-যুগে, কালে-কালে এক এবং অপরিবর্তিত এই আকর্ষণ। মেয়েদের প্রতি আগ্রহ নেই, পৃথিবীতে এমন পুরুষ রীতিমতো দুষ্প্রাপ্য। সব পুরুষের আগ্রহের কেন্দ্রে থাকেন নারীরা। উল্টোটাও যে সত্যি নয় তা অবশ্য নয়।

অনেকেই মনে করেন মেয়েদের মুখ এবং শরীরের দিকেই বেশি নজর দেন পুরুষরা। তবে একথা একেবারে ঠিক না। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে মেয়েদের রূপ এবং শরীর ছাড়াও এমন অনেক জিনিস আছে যেগুলি আকৃষ্ট করে পুরুষদের। চলুন জানা যাক কি সেই সব বিশেষ বিষয়।

১. লম্বা পা : বেশিরভাগ পুরুষ সুঠাম লম্বা পা এর নারীকে সুন্দরী নারী মনে করে। সম্প্রতি টুইটারে চালানো জরিপে এই ফলাফল পাওয়া গেছে। 

২. হাই হিল : নারীর হাই-হিল পুরুষের জন্য আরো একটি অবসেশ্যান। পুরুষ নারীর সুন্দর পা তথা সুন্দর জুতাযুক্ত পা পছন্দ করে।

৩. শক্তিশালী ধর্মীয় বিশ্বাস : নারী কতটা ধার্মিক তার চেয়ে সে ধর্মীয় অনুভুতি সম্পর্কে কতটা আস্থাশীল তার উপর একজন পুরুষের ওই নারীর প্রতি ভালোলাগার মাত্রা নির্ভর করে।

৪. সুগন্ধী : নারীর শরীরের মিষ্টি গন্ধ পুরুষের আকৃষ্টতায় নেশা ধরায়। এটি বাধ্যতামুলক নয় যে নারীকে কোন একটি পারফিউম ব্যবহার করতে হবে; নারীর শরীরে প্রাকৃতিকভাবে যে গন্ধ থাকে তা পুরুষ বধে একধরনের প্রাকৃতিক অস্ত্র।

আরো পড়ুন: যে ধরনের নারীর সঙ্গে রোমান্স করা যাবে না

৫. আত্মবিশ্বাস : পুরুষকে আকৃষ্ট করতে নারীর আত্মবিশ্বাসের বিকল্প নেই। যে নারী তার সৌন্দর্য্য এবং ব্যাক্তিত্ব নিয়ে আত্মবিশ্বাসী, পুরুষ তাকে ততটা বেশি পছন্দ করে।

৬. হাসো্যজ্জ্বলতা : সদা হাসো্যজ্জ্বল নারীকে পুরুষ পছন্দের শীর্ষে রাখে। ঘোমরামুখো নারী পুরুষের অপছন্দ।

৭. স্বামীর নাম ধরে ডাকা : অনেক পুরুষ তাদের স্ত্রীর মুখে তাদের নাম শুনতে চান। বিশেষ করে স্বামী-স্ত্রী একা থাকলে স্বামীর কানে ফিসফিস করে তার নাম উচ্চারণ করে কথা বলা অনেক পুরুষের জন্য আনন্দদায়ক বিষয়।

৮. বক্রাকার কোমর : পুরুষ নারীর কোমরের খাঁজ তথা কার্ভ দেখতে পছন্দ করে। নিতম্ব শরীরের সাথে মানানসই হওয়া সৌন্দর্য্যের অন্যতম একটি আনুষাঙ্গিকতা। 

৯. পরিপাটি জামা-কাপড় : পুরুষ নারীর পরিপাটি সাজের আশিক। তবে তা অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য্য মনে হতে হবে।

এসি/ আই.কে.জে/




নারী পুরুষ

খবরটি শেয়ার করুন