শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান *** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য: প্রধান উপদেষ্টা *** শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর *** আমেরিকার সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন: জ্বালানি উপদেষ্টা

যদি চান সুন্দর পা, তাহলে.....

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুন্দর পা আমাদের ব্যক্তিত্ব ও রুচি তুলে ধরে। যারা নিয়মিত পার্লারে গিয়ে পায়ের যত্ন নেয়ার সময় পান না তাদের জন্য আজকে রইলো পায়ের যত্নের আদ্যোপান্ত-

ওয়াক্সিং-

অনেকের পায়ে অতিরিক্ত লোম থাকে। যেগুলো তার অস্বস্তির কারণ হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য পায়ের লোম তুলতে ঘরোয়া উপায়েই তৈরি করুন ওয়াক্সিং মাস্ক। আর পান মসৃণ-উজ্জ্বল দুটি পা।

যা যা লাগবে-

চিনি-১ কাপ, মধু ১২ কাপ ও লেবুর রস ১২ কাপ। পাত্রে চিনি, মধু ও লেবুর রস দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। এবার পায়ে হালকা করে পাউডার পাফ করুন। বাটার নাইফের সাহায্যে তৈরি করা মিশ্রণটি লাগান। এরপর সুতি কাপড় পায়ে লাগানো মিশ্রণটির ওপর রেখে লোমের বিপরীতে টান দিন। এতে করে লোম কাপড়ের সঙ্গে উঠে আসবে। সবশেষে হালকা গরম পানিতে পা ধুয়ে নিন।

হাঁটু ও গোড়ালীর কালো দাগ-

অনেক সময় হাঁটু ও গোড়ালীতে কালোদাগ দেখা দেয়। এক্ষেত্রে হাঁটু  গোড়ালীতে খোসাসহ লেবু ১৫ থেকে ২০ মিনিট ঘষুন। এরপর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। নারকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে লাগান। তোয়ালে দিয়ে রগড়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন ব্যবহারে উপকার পাবেন। টকদইয়ের সাথে ভিনেগার মিশিয়ে পায়ে লাগান। টকদই কালোদাগ দূর করে।

পায়ের জন্য স্ক্রাব-

চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে পায়ে লাগাতে পারেন। চিনির দানা গলে যাওয়া পর্যন্ত ম্যাসাজ করুন। পানিতে ধুয়ে ফেলুন। এক টেবিল চামচ চিনির সঙ্গে এ চা চামচ যেকোনো ভেষজ তেল মিশিয়ে পায়ে ম্যাসাজ করুন। এটি পায়ের উজ্জ্বলতা বাড়াবে।

আরো পড়ুন: সুন্দর দাঁতেই সুন্দর ভাগ্য!

কিছু টিপস-

>> রাতে ঘুমোতে যাবার আগে হালকা গরম পানিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট পা ভিজিয়ে রাখুন। ফাঁটা গোড়ালিতে পেঁয়াজ বাটা লাগান। ২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এটি এক মাস ধরে ব্যবহার করুন। উপকার পাবেন।

>> সরিষার তেল পায়ের জন্য খুব ভালো ময়েশ্চারাইজার। গোছলের শেষে পায়ে সরিষার তেল ম্যাসাজ করুন। এরপর তোয়ালে ভিজিয়ে পা মুছে ফেলুন। এতে অতিরিক্ত তেল উঠে আসবে।

>> মসুরের ডাল বাটার সঙ্গে লেবুর রস মিশিয়ে পায়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে এলে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। এটি পায়ের ত্বকের রং উজ্জ্বল করবে ও কোমলতা দেবে।

এম এইচ ডি/ আই. কে. জে/

সুন্দর পা রূপচর্চা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন