শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত উপদেষ্টারা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী *** পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ *** শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী *** শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দী করেছে ইসরায়েল *** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল

যেসব কারণে কান্না স্বাস্থ্যের জন্য উপকারী!

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

প্রতীকী ছবি।

কান্না আবেগের স্বাভাবিক এক প্রতিক্রিয়া। যদিও আমরা প্রায়ই বলি মানুষ দুঃখ পেলে কাঁদে। কিন্তু এটা ঠিক নয়। অনেক আনন্দ হলে এবং কখনও কখনও রাগ এবং ক্ষোভ হলেও কান্না আসে।

ভারতীয় থেরাপিস্ট  আনা পাপাইওনাউয়ের মতে, কান্না একটি স্বাস্থ্যকর, স্বাভাবিক আবেগ যা ব্যথা কমাতে, চোখকে সুস্থ রাখতে সহায়তা করে। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে কান্নার বিভিন্ন ধরন এবং কীভাবে কান্না চোখকে সুস্থ রাখতে সাহায্য করে সেসব জানিয়েছেন থেরাপিস্ট আনা।

কান্নার উপকারিতা-

>> ব্যাজাল টিয়ারস: এই ধরনের অশ্রু হলো মৌলিক অশ্রু যা চোখে সারাদিনই থাকে। এই অশ্রুতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যযুক্ত আইসোজাইম নামক তরল থাকে। ব্যাজাল টিয়ার চোখকে আর্দ্র রাখতেও সাহায্য করে।

>> আবেগের অশ্রু: এতে থাকে স্ট্রেস হরমোন। এই অশ্রু মানসিক চাপ কমায়।

>> প্রশান্তিদায়ক প্রভাব: কান্না স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে, যার ফলে মনে এক ধরনের প্রশান্তিদায়ক প্রভাব পড়ে। কান্না প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে।

>> সমবেদনা প্রকাশ: কান্নার মাধ্যমে আরেকজনের প্রতি সমবেদনা প্রকাশ পায়।

>> ব্যথার কান্না: ব্যথা পেলে কান্না আসা স্বাভাবিক প্রক্রিয়া। কাঁদলে এন্ডোরফিন এবং অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়। ফলে ব্যথা কমে।

আরো পড়ুন: নিয়মিত শরীরচর্চা পার্কিনসন্স রোগের ঝুঁকি কমায়: গবেষণা

>> চোখ পরিষ্কার করে: চোখের জল চোখ পরিষ্কার ও আর্দ্র রাখতে সাহায্য করে।

>> দৃষ্টি উন্নত করে : কান্না চোখকে আর্দ্র রেখে দৃষ্টিশক্তি ঠিক রাখতে সহায়তা করে।

>> স্ট্রেস কমায়: কান্না শরীরের স্ট্রেস হরমোন বের করার একটি ভালো উপায়। কান্নার পর মানসিক চাপ অনেকটা কম অনুভূত হয়।

এম এইচ ডি/ আই. কে. জে/

কান্নার উপকারিতা স্বাস্থ্য দৃষ্টিশক্তি স্ট্রেস হরমোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250