সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজ-ইউভানকে ফেলে কাদের নিয়ে ডেট করলেন শুভশ্রী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ডিসেম্বরেই আসছে চক্রবর্তী পরিবারে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন রাজ ও শুভশ্রী। তবে হবু মাম্মা-কে দেখে বোঝা দায়। মাতৃত্বের আভা ছড়িয়ে পড়েছে চোখেমুখে।

তবে এক ফোঁটা বেবি ফ্যাটও নেই শরীরে। গর্ভাবস্থার দ্বিতীয় পর্যায়ে রয়েছেন তিনি। চুটিয়ে কাজ করছেন। সঙ্গে পরিবার-বন্ধুদের সঙ্গে পার্টি-আড্ডা তো রয়েছেই। 

সদ্য গিয়েছিলেন দিদি দেবশ্রীর সঙ্গে লাঞ্চ ডেটে। সঙ্গে বোনপো অনীশ। ছবি দুটি শেয়ার করে দেবশ্রী লিখলেন, ‘আমার প্রিয় মানুষদের সঙ্গে’। হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন রাখি। অর্থাৎ রাখি স্পেশাল ভুরিভোজে দুই বোন। সঙ্গে দেবশ্রীর একমাত্র ছেলে।

খুব কম বয়সে বিয়ে আর বিচ্ছেদ দুটোই হয়ে যায় দেবশ্রীর। একা হাতে ছেলেকে মানুষ করেছেন। যদিও সবসময় দিদির পাশে ঢালের মতো ছিলেন শুভশ্রী নিজেও। অনীশও মাসির ফেটারিট। শুভশ্রীর কাছে তাঁর ‘প্রথম সন্তান’। 

আরো পড়ুন: চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন স্বস্তিকা!

প্রেগন্যান্সির চার মাসে ব্যাঙ্ককেও ছুটি কাটিয়ে এসেছেন। সেই সময় অবশ্য সঙ্গেই ছিল রাজ আর ইউভান। তার আগে পুজ দিয়ে আসেন পুরীর জগন্নাথ মন্দিরেও। কিছুদিন আগেই ওটিটি-তে এসেছে তাঁর প্রযোজনায় প্রথম কাজ আবার প্রলয়।

সেই সময় শুভশ্রী জানান, ডাক্তারের পরামর্শ মেনে আপাতত কাজ করে যেতে চান তিনি। যতদিন শারীরিকভাবে কোনও সমস্যা না হচ্ছে। ইউভানের মায়ের সাফ কথা, প্রেগনেন্সি কোনও রোগ নয়। তবে দ্বিতীয় সন্তানের জন্মের পর কিছুটা বিশ্রাম নেবেন। নতুন আসা মানুষটাকেও যে দেখভাল করতে হবে। 

এসি/ আই. কে. জে/ 



রাজ শুভশ্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন