রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

রিয়াল কিংবদন্তিদের ৭ নম্বর জার্সি পাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

ভিনিসিয়ুস জুনিয়র - ছবি: সংগৃহীত

নতুন মৌসুমকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ দলের স্কোয়াডে রদবদল চলছে। পরিবর্তন আসছে খেলোয়াড়দের জার্সি নম্বরেও। ২০২০–২১ মৌসুম থেকে রিয়ালের ২০ নম্বর জার্সি পরে খেলছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই উইঙ্গার আগামী মৌসুমে পরবেন রিয়ালের ৭ নম্বর জার্সি। জার্সি নম্বরে পরিবর্তন এসেছে আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোরও। তিনি এখন থেকে পরবেন ১১ নম্বর জার্সি। ভিনিসিয়ুসের ২০ নম্বর জার্সিটি নতুন মৌসুমে গায়ে দেবেন রায়ো ভায়োকানো থেকে রিয়ালে যোগ দেওয়া ফ্রান গার্সিয়া।

২০২৩–২৪ মৌসুমের জন্য জার্সি নম্বরে এই পরিবর্তন রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে। ৭ নম্বর জার্সিটি এত দিন ব্যবহার করতেন এদেন হ্যাজার্ড। বেলজিয়ান তারকা মৌসুম শেষে রিয়াল ছাড়বেন আগেই জানিয়েছিল রিয়াল। অর্থাৎ আগামী মৌসুমের জন্য ৭ নম্বর জার্সিটি খালি পড়ে থাকত। গুঞ্জন ছিল, বরুসিয়া ডর্টমুন্ড থেকে জুড বেলিংহামকে কিনতে সম্মত হওয়া রিয়াল এই উঠতি তারকার কাঁধে ৭ নম্বর জার্সির ভার চাপাতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালের ৭ নম্বর জার্সি পেলেন ক্লাবটির আক্রমণভাগের কান্ডারি হয়ে ওঠা ভিনিসিয়ুস।

২০১৯ সালে ৮ কোটি ৮৫ লাখ ইউরো দিয়ে চেলসি থেকে হ্যাজার্ডকে কিনেছিল রিয়াল। তাঁর বার্নাব্যুতে অবস্থানটা সুখের হয়নি। চোটেই কাটিয়েছেন বেশির ভাগ সময়। চার বছরে ৭৬ ম্যাচ খেলে মাত্র ৭ গোল করেছিলেন। কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। তাই বিচ্ছেদটা অবধারিতই ছিল।

দুই বছর ধরে রিয়াল মাদ্রিদের মুখ হয়ে উঠেছেন ভিনিসিয়ুস। ৭ নম্বর জার্সিটি দিয়ে এক অর্থে তাঁর পারফরম্যান্সেরই স্বীকৃতি দিয়েছে রিয়াল। ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিন পরেছেন রিয়ালের ৭ নম্বর জার্সি। রাউল গঞ্জালেস, রেমন্ড কোপা ও এমিলিয়ানো বুত্রাগুয়েনোর মতো কিংবদন্তিরাও ৭ নম্বর জার্সি পরেছেন।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা(১৩ জুন ২০২৩)

মার্কো আসেনসিও রিয়াল ছাড়ছেন। শোনা যাচ্ছে, পিএসজিতে যোগ দিতে পারেন আসেনসিও। রিয়ালে তাঁর ১১ নম্বর জার্সিটিও খালি হচ্ছে। এটি পাচ্ছেন রদ্রিগো। কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এই ব্রাজিলিয়ান। করিম বেনজেমা ও আসেনসিওর বিদায়ের পর আনচেলত্তি নতুন মৌসুমে আক্রমণে রদ্রিগোর ওপর আরও বেশি নির্ভর করবেন। ১১ নম্বর জার্সিও রিয়াল মাদ্রিদের আভিজাত্যের প্রতীক। এই জার্সি পরে অতীতে খেলেছেন ক্লাবের কিংবদন্তি পাকো হেন্তো।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250