রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রেসিপি

ঘরেই তৈরি করুন রুই মাছের পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

ছবি: রুই মাছের পাকোড়া

রুই মাছ প্রায় সব বাড়িতেই কেনা হয়। পরিচিত এই মাছ দিয়ে ভাজা, ঝোল, ভুনা কত পদই তো রান্না হয়। প্রতিদিনের একই ধরনের রান্নার স্বাদে যদি একঘেয়েমি এসে যায় তবে তা কাটাতে তৈরি করতে পারেন ভিন্ন কিছু। রুই মাছ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু পাকোড়া। এটি তৈরি করতে সময়ও খুব বেশি লাগে না। চলুন জেনে নেওয়া যাক রুই মাছের পাকোড়া তৈরির রেসিপি-

>> তৈরি করতে যা লাগবে:

# রুই মাছের টুকরা- ১০টি,

# কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ,

# ফিশ সস- ১ টেবিল চামচ,

# সয়াসস- ১ টেবিল চামচ,

# টেম্পুরা ফ্লাওয়ার- ১ কাপ,

# পানি- ১ কাপ,

# তেল- প্রয়োজন অনুযায়ী।

>> যেভাবে তৈরি করবেন:

মাছ ভালো করে ধুয়ে নিন। এবার তাতে লেবুর রস ও লবণ মেখে কিছুক্ষণ রেখে দিন। মিনিট পাঁচেক পর আরেকবার ধুয়ে নিন। সয়াসস, ফিশ সস ও কাঁচা মরিচ কুচি দিয়ে মাখিয়ে রাখুন মিনিট দশেক। এরপর পানির সঙ্গে টেম্পুরা ফ্লাওয়ার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে মাছগুলো ভালো করে মাখিয়ে গরম তেলে ভেজে নিন। ডুবোতেলে সময় নিয়ে মৃদু আঁচে ভাজবেন। এরপর তুলে কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল ঝরিয়ে পরিবেশন করুন।

আরো পড়ুন: বৃষ্টির সঙ্গে ইলিশ-খিচুড়ি খাওয়ার সম্পর্ক কী!

এম এইচ ডি/ আইকেজে 

রেসিপি রুই মাছ পাকোড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন