বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রূপচর্চায় ছেলেদেরও আগ্রহ বাড়ছে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

মেয়েদের স্কিন কেয়ারের সচেতনতার বিষয়টির সাথে আমরা ব্যাপকভাবে পরিচিত। অতীতে স্কিন কেয়ার সম্পর্কে ছেলেদের বিশেষ আগ্রহ না থাকলেও, মজার বিষয় হচ্ছে বর্তমানে ছেলেদের এই বিষয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বর্তমানে ধুলাবালিময় পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে ছেলেদের স্কিনেও বেশ জটিল কিছু সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ছেলেদের মুখে অতিরিক্ত তৈলাক্ত ভাব, অসহ্যকর ব্রণ, কালো কালো ছোপ ছোপ দাগ ইত্যাদি নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ সমস্ত উপশম ছেলেদের চেহারায় ও ত্বকে বেশ খারাপ প্রভাব ফেলে। এরূপ পরিস্থিতিতে ছেলেরা চায় অন্তত পক্ষে তাদের চেহারায় যেন ফ্রেশনেস বজায় থাকুক।

ত্বকের যত্নে ছেলেরা এখন অনেক সচেতন। সেলুনে তারা চুল কাটানোর পাশাপাশি চুল সাজানো, শ্যাম্পু, মেনিকিউর, ব্লিচ, ফেসিয়াল, ম্যাসাজ করছেন। রূপচর্চায় ছেলেদের যেসব দিকে সচেতন থাকতে হবে চলুন জেনে নিই-

ছেলেরা নিখুঁত শেভিংয়ের জন্য দাড়ির উল্টো দিক থেকে রেজার চালায়; যা উচিত নয়। কারণ এতে ব্লেডের আঘাতে চামড়া কেটে যেতে পারে। পাশাপাশি ত্বকের লোমকূপের ক্ষতি হতে পারে।

শুষ্ক ত্বকে শেভ নয়। শুষ্ক ত্বকে শেভ করার সময় ব্লেডের ঘর্ষণে চামড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। একই স্থানে রেজারের ঘর্ষণে ত্বকের চামড়া, ব্রণ ও ‘ইনগ্রৌন হেয়ার’ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

ত্বক ভালো রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এ ক্ষেত্রে অয়েল ফ্রি এবং নন-কমিডোজেনিক ময়েশ্চারাইজার লোশন ভালো। কারণ ক্রিম ব্যবহারে ত্বকের লোমকূপ ক্ষতিগ্রস্ত হতে পারে।

অনেকে ব্রণের স্থানে বারবার হাত দেন। এমনটি একদমই করবেন না। এতে হাতে লুকানো ব্যাকটেরিয়া ব্রণের সঙ্গে মেশে। ফলে সমস্যা বাড়তে পারে।

ছেলেদের ব্রণ কম হয়- এমন পণ্য ব্যবহার করা উচিত। সে ক্ষেত্রে নন-কমিডোজেনিক প্রসাধন ব্যবহার করলে সমস্যা থাকবে না। এ ছাড়া ব্রণ দূর করতে ‘নন-কমেডোজেনিক ক্লেনজার’ বেশ কার্যকর।

ত্বকের যত্নে তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য বার বার প্রসাধন বদল করা উচিত নয়। কারণ ছেলেদের ত্বক কিছুটা পুরু- তাই কাজ করতে সময় নেয়।

আরো পড়ুন: পুরুষের যে গুণ মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে

ছেলেরা সাধারণত সানস্ক্রিনের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না। তবে সানস্ক্রিন সব সময় ব্যবহার করা উচিত। কেননা দিনের বেশির ভাগ সময় বাইরে থাকলে সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের ওপর ক্ষতিকর প্রভাব রাখতে পারে।

ছেলেদের অনেকেই সানস্ক্রিন ব্যবহার করে। কিন্তু তা শুধু মুখের জন্য। মনে রাখতে হবে, ছেলেদেরও শরীরের অন্য অংশ যেমন- হাত, কাঁধ, পা খোলা থাকে যেখানে সূর্যের তাপ লাগে।

ত্বকের ডেড-সেল সরানোর জন্য এক্সফলিয়েশন খুবই জরুরি। তবে সে ক্ষেত্রে ছেলেদের তা হতে হবে সপ্তাহে অন্তত দুবার। এর বেশি একেবারেই নয়।

এসি/ আই. কে. জে/


রূপচর্চায় রূপচর্চায় ছেলেরা

খবরটি শেয়ার করুন