বুধবার, ২রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের প্রসঙ্গে যা বলা হয়েছে *** নিউইয়র্ক টাইমসের আলোচিত নিবন্ধ নিয়ে যা বলছে সরকার *** সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া *** শুল্ক নিয়ে কাল কী ঘোষণা দিতে যাচ্ছেন ট্রাম্প *** চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে যা হচ্ছে ভারতে *** তাপপ্রবাহের মধ্যে দেশজুড়ে বৃষ্টির কথা জানাল আবহাওয়া অধিদপ্তর *** প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফের ফোন *** অধ্যাপক ইউনূসকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা *** দেশে এখন শান্তি ফিরিয়ে আনা জরুরি: প্রধান উপদেষ্টা *** এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির!

লাল লিপস্টিকে পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত।

লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙাতে পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া দায়। মেকআপের পর বেশিরভাগ নারীরই পছন্দ লাল ঠোঁট। নারীদের কালেকশনে একটি লাল লিপস্টিক থাকবে না তা হয়না। কারণ এই লাল রং সব স্কিনটোনের সাথে মানায় ভালো।

লাল ঠোঁটের সঙ্গে ‘বোল্ড’ এবং ‘কিউট’ দুই লুক-ই খুব ভালো মানায়। কিন্তু এ দুইটি লুক অনেকটাই নির্ভর করে পোশাকের উপর।

তাই লাল ঠোটের সঙ্গে কোন ড্রেসগুলো বেশি ভালো লাগবে আর স্টাইলিশ হবে সেটাই আজ জানবো-

>> ব্ল্যাক ড্রেস-

ব্ল্যাক ড্রেসের সঙ্গে রেড লিপস্টিক জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। আর কালো রঙটাইতো খুব রহস্যময়! একটা সিম্পল ব্ল্যাক ড্রেসের সঙ্গে লাল ঠোঁট দারুণ একটি ইউনিক লুক সৃষ্টি করে।

>> হোয়াইট ড্রেস-

রঙের মধ্যে সাদাকে সবচেয়ে পবিত্র রং বলা হয়। সবচেয়ে স্নিগ্ধ এই রঙের পোশাক, এমন কোনো পার্টি নেই যেখানে পরলে মানায় না! আর এর সঙ্গে ঠোঁটে যদি থাকে লাল লিপস্টিক, তাহলে সেটা আপনাকে করে তুলবে সবার থেকে আলাদা! শীত হোক বা গ্রীষ্মকাল, হোয়াইট ড্রেসের সঙ্গে রেড লিপস্টিক সবসময় মহনীয়তার পরিচয় বহন করে।

আরো পড়ুন: চুল কালো করার ঘরোয়া ৪ উপায়

>> মেটালিক বা সিলভার ড্রেস-

২০১৮ থেকে এখন পর্যন্ত মেটালিক বা সিলভার কালারের ড্রেস হাই ফ্যাশান-এ আছে। এটি এমন একটি কালার যা সব স্কিনটোনে মানায়। এর সঙ্গে সিম্পল মেকআপেও অত্যন্ত আকর্ষণীয় লাগে। আর মেটালিক বা সিলভার কালারের সঙ্গে লাল ঠোঁট অভারল গেটআপ-এ জৌলুস এনে দেয়। আর লাল লিপস্টিক দিলে এর সঙ্গে আর কোনো ভারী মেকআপেরও প্রয়োজন হয় না।

>> অ্যাশ এন্ড হোয়াইট কম্বিনেশন ড্রেস-

খুবই মিষ্টি একটা কালার কম্বিনেশন যা সব সিজন-এ চলে। রেড লিপস্টিক এই কালার-এর ড্রেসকে আরো ব্রাইট আর বোল্ড করে তুলে। আর সৃষ্টি করে এক এক্সক্লুসিভ স্টাইল!

এমএইচডি/

লাল লিপস্টিক পোশাক ঠোঁট মেকআপ নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন