শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে *** চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

শস্য রফতানি চুক্তি বাতিলের প্রভাব বাংলাদেশে পড়বে না: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান - ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগর শস্য রফতানি চুক্তি বাতিলের প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ইউক্রেনের গমের অন্যতম ক্রেতা বাংলাদেশ। শস্যচুক্তি বাতিলের প্রভাব বাংলাদেশের ওপর পড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, কৃষ্ণসাগর শস্য রফতানি চুক্তি বাতিল হওয়ার বিষয়ে সরকার অবগত। এতে দেশে খাদ্যের কোনো সংকট হবে না। কারণ, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে।

ইউক্রেন থেকে খাদ্য আমদানি সম্ভব না হলে বিকল্প উৎস হিসেবে অন্যান্য দেশ থেকে খাদ্য আমদানি করা হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এক্ষেত্রে খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন এম এ মান্নান।

বাংলাদেশের মূল্যস্ফীতির হার না কমার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি তুলনামূলক বেশি আর বেশি প্রবৃদ্ধির দেশে মূল্যস্ফীতি একটু বেশিই থাকে। তবে বাংলাদেশের মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয় বলে দাবি করেন মন্ত্রী।

আরো পড়ুন:পদোন্নতির ক্ষেত্রে সৎ ও দেশপ্রেমিক সেনাদের নির্বাচিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে ‘রিভার্স অব সাউথ এশিয়া: কানেক্টিং ইকোলজি, এনার্জি, পিপল অ্যান্ড গভর্নেন্স’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের (এনআরসিসি) চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

শনিবার শুরু হওয়া দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের আন্তর্জাতিক নদীবিষয়ক গবেষক, বিশেষজ্ঞ, বিজ্ঞানী, পরিবেশবিদ ও শিক্ষাবিদরা।

এম/


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কৃষ্ণসাগর শস্য রফতানি চুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250