শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান *** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য: প্রধান উপদেষ্টা

শিশু একাডেমিতে ৬ দিনব্যাপি শিশু নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

'শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি' - এই প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হলো এবারের বিশ্ব শিশু দিবস। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজন করেছে প্রথম শিশু নাট্যোৎসব। ৩ অক্টোবর থেকে ৮ অক্টোবর ৫টি স্কুল ও শিশু একাডেমীর অংশগ্রহণে এ নাটক উৎসব অনুষ্ঠিত হবে। 

শিশু নাট্যোৎসবের প্রথম দিন ০৩ অক্টোবর মঞ্চস্থ হবে বর্ণমালা থিয়েটার, লালমনিরহাটের প্রযোজনায় নাটক অবাক জলপান। রচনা সুকুমার রায় এবং নির্দেশনা দিয়েছেন মতিয়ার রহমান। 


০৪ অক্টোবর দ্বিতীয় দিনে মঞ্চস্থ হবে উদয়ন মাধ্যমিক বিদ্যালযয়েরর শিক্ষার্থীদের প্রযোজনা ‘প্রকৃতি’। মূলভাবনা আহসান খান। পান্ডুলিপি জয়া মারিয়া কস্তা ও দেবলীনা চন্দ্র দৈবী, নাটকটির নির্দেশনা দিয়েছেন ইফতি শাহরিয়ার রাইয়ান। 

নেত্রকোনার বিদ্যাভুবন প্রযোজিত নাটক ‘চিরায়ত বাংলা’ মঞ্চস্থ হবে উৎসবের তৃতীয় দিন ০৫ অক্টোবর। রচনা ও নির্দেশনা দিয়েছেন শেখ আল মামুন।

ঢাকা রেসিডেনসিয়াল কলেজের প্রযোজনায় নাটক ‘ডাকঘর’ মঞ্চস্থ হবে আগামী ৬ অক্টোবর। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনা দিয়েছেন মৌসুমী আক্তার এবং খন্দকার রাকিবুল হক। 

উৎসবের ৫ম দিনে মঞ্চস্থ হবে স্কলাসটিকা স্কুলের শিক্ষার্থীদের প্রযোজনায় নাটক ‘তাসের দেশ’। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। নাটকটি নির্দেশনা দিয়েছেন সানী ঘোষ রবি। 

উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে শিশু একাডেমি থিয়েটারের দ্বিতীয় প্রযোজনা ‘আনন্দ’। রচনা আনজীর লিটন। নাটকটি নির্দেশনা দিয়েছেন মনামী ইসলাম কনক এবং মো. মনিরুজ্জামান। 

প্রথমবারের মতো আয়োজিত শিশু নাট্যোৎসবে প্রতিদিন বিকেল পাঁচটায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে  নাটকগুলো  মঞ্চস্থ হবে।

এস/ আই.কে.জে/

শিশু একাডেমি ৬ দিন ব্যাপি নাট্যোৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন