বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান

সকাল থেকে ঢাকায় বৃষ্টি, ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ফাইল ছবি

বুধবার সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে দমকা বাতাস। সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ওঠায় এর প্রভাবে দেশের উপকূলীয়সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে।

বুধবার (২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকায় দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি ক্রমশ শক্তি বাড়াবে। ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে আছড়ে পড়তে পারে।

মার্কিন নৌ ও বিমানবাহিনীর যৌথ কমান্ড জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানায়, ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং পশ্চিম প্রান্তের দিকে এগোচ্ছে। এটি বাংলাদেশের কুয়াকাটা এলাকায় আছড়ে পড়তে পারে। ৪০ কিলোমিটার এলাকাজুড়ে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার জানায়, আবহওয়ার অব্যাহত খামখেয়ালিপনার ফল এই ঘূর্ণিঝড়। বাংলাদেশ ছাড়াও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গে।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সকালে নিম্নচাপ আরও গভীর হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে এগোচ্ছে। এর প্রভাবে মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার পৌঁছতে পারে। এ ছাড়া ভারতের উড়িষ্যা উপকূলে তুমুল ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওআ/

বৃষ্টি ঘূর্ণিঝড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250