শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সন্তান জন্ম দিয়েই হাসপাতালে এইচএসসি পরীক্ষা দিলেন স্বর্ণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

শরীয়তপুরের এক এইচএসসি পরীক্ষার্থী গত বৃহস্পতিবার সকালে সন্তান জন্ম দেওয়ার পর পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা কেন্দ্রের নিয়ম-বিধি মেনে নিউ মেট্রো ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের বিছানায় বসে পরীক্ষা দেন তিনি। এর আগে সকাল ৭টায় অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের পরীক্ষার্থী জান্নাতুন ফেরদৌস স্বর্ণা।

এসময় পরীক্ষার তত্ত্বাবধানে ছিলেন একজন শিক্ষক ও একজন পুলিশ সদস্য। ওই দিন ছিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা। আর পরীক্ষার সময় জান্নাতুনের সদ্যোজাত মেয়ে ছিল তার নানুর কোলে। পরীক্ষা শেষে জান্নাতুন জানান, পরীক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল।

বাবুকে পেটে নিয়ে এতো কষ্টের পরও পড়াশোনা চালিয়ে গেছি। জেলা প্রশাসকের সহযোগিতায় ক্লিনিকে বসে আজ পরীক্ষা দিয়েছি। সব বাধা পেরিয়ে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে চান তিনি।

আরো পড়ুন: একসঙ্গে তিন সন্তানের জন্ম, নাম আলিফ-লাম-মিম

জান্নাতুনের স্বামী সাঈদ খান অনিক বলেন, আমার ও দুই পরিবারের সহযোগিতায়ই পড়াশোনা চালিয়ে যাচ্ছে জান্নাতুন। আমরা চাই লেখাপড়া চালিয়ে যাক সে। সন্তান গর্ভে নিয়েই জান্নাতুন পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল এবং পরীক্ষায়ও অংশ নিয়েছিল।

সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওয়াজেদ কামাল বলেন, তার শিক্ষা জীবন যেন ব্যহত না হয়, এই চিন্তা করে জেলা প্রশাসকের নির্দেশে পরীক্ষাকেন্দ্রের নিয়ম-বিধি মেনে ক্লিনিকের বিছানায় বসে যেন পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। জান্নাতুনের পরীক্ষা দেওয়ার অদম্য ইচ্ছাকে পূরণ করা হয়েছে। আশা করি সে পরীক্ষায় ভালো করবে।

এসি/ আই. কে. জে/ 



এইচএসসি হাসপাতাল

খবরটি শেয়ার করুন