সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সন্তানদের নাগরিকত্ব চান সিডন্স!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফেসবুকে এক পোস্ট দিয়ে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জেমি সিডন্স। এখন থেকে তিনি বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের সঙ্গে কাজ করবেন অস্ট্রেলিয়ান এই কোচ। মূলত সিডন্স নিজেই চান জাতীয় দলের সঙ্গে কাজ না করে বরং জাতীয় দলের পাইপলাইন তৈরির কাজ করতে চান। 

এদিকে, বিসিবি থেকে জানানো হয়েছে চুক্তি অনুযায়ী যে কোনো পর্যায়েই কাজ করতে হতে পারে সিডন্সকে। তবে হাথুরুসিংহে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর জুনিয়র টাইগারদের নিয়ে কাজ করতে।  

জাতীয়  দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পোস্টের পর শুক্রবার (৫ মে) সিডন্স নিজের সন্তানদের সঙ্গে তোলা আরও একটি ছবি ফেসবুকে পোস্ট দেন। সন্তানদের স্কুল ইউনিফর্ম পরা ঐ ছবির ক্যাপশনে সিডন্স লেখেন, ‘বাচ্চাদের মিস করছি, এই শীতে তারা তাদের নতুন স্কুলের জন্য প্রথমবার ইউনিফর্ম পরে বের হচ্ছে। কোচিংটাকে ভালোবাসি, তবে পাশাপাশি তাদের প্রতিদিন স্কুলে যেতে দেখতে না পারাটা দুঃখের বিষয়।’

আরো পড়ুন:হলুদ সাংবাদিকতা থেকে দয়া করে দূরে থাকুন : লিটন দাশ

ঐ পোস্টের কমেন্টে অনেকেই লিখেছে সন্তানদের বাংলাদেশে নিয়ে আসতে। সেসব কমেন্টের রিপ্লাইয়ে সিডন্স জানান,  ‘জন্মের পর তারা দুজনেই বাংলাদেশে ছিল। শেষবার যখন আমি ঢাকা ছাড়ি তখন আমার মেয়ের বয়স ছিল ৩ বছর। দুজনেই এখানে আসতে এবং ঘুরতে মুখিয়ে আছে। সম্ভবত তাদের জন্য সম্মানসূচক নাগরিকত্ব দরকার।’

এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ থাকাকালীন স্ত্রী-সন্তানদের নিয়েই বাংলাদেশে থেকেছেন সিডন্স। 

এম/


 

Important Urgent

খবরটি শেয়ার করুন