রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাইফউদ্দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মোহাম্মদ সাইফউদ্দিন জাতীয় দলে একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা পোক্ত করে নিয়েছিলেন। লাল-সবুজের জার্সিতে শুরুটাও করেছিলেন মনে রাখার মতোই। কিন্তু স্বপ্নের সেই শুরুটা পরে আর ধরে রাখা হয়নি তার। চোটের কারণে বারবার পিছিয়ে পড়তে হয়েছে সাইফউদ্দিনকে। হারিয়েছেন ফর্মটাও। 

চিকিৎসা শেষে মঙ্গলবার (১৫ আগস্ট) দেশে ফিরে এসেছেন এই ক্রিকেটার। 

চোটের সেই চিকিৎসা নিতে সম্প্রতি কাতারে উড়াল দিয়েছিলেন সাইফউদ্দিন। সাম্প্রতিক সময়ে চোট না থাকলেও সাবধানতা হিসেবেই মেরুদণ্ডের ডাক্তার দেখিয়েছেন।

জানা গেছে, কাতারে চিকিৎসার নেওয়ার পর তার পিঠের ব্যথা কমেছে। পিঠে বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছে যার ফলে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। এছাড়া আগামী ৪ সপ্তাহের জন্য সাইফউদ্দিনকে বিশেষ ব্যায়াম দিয়েছেন কাতারের চিকিৎসক। 

এর আগে গত ৫ আগস্ট উন্নত চিকিৎসার জন্য কাতার গিয়েছিলেন সাইফউদ্দিন। বিষয়টি নিশ্চিত করে বিসিবি চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরি বলেন, ‌‘এই মুহূর্তে তার (সাইফউদ্দিন) তো কোনো ইনজুরি নেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছে। তবে ওনার ব্যাক একটা ইনজুরি আছে, যার কারণে মাঠে অন এবং অফ থাকে। সে কারণে ভালো একজন স্পাইন বিশেষজ্ঞ দেখানো হবে সাইফউদ্দিনকে। সেখানেই তার পরবর্তী চিকিৎসা হবে।’

আর.এইচ

সাইফউদ্দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন