শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম *** প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার *** বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের *** ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

সাকিবই হচ্ছেন অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অধিনায়কত্বের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বিসিবির সভা। তবে এ ব্যাপারে সম্ভাব্য অধিনায়কদের সঙ্গে কথা বলে  চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে। সভার পর বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ দলের পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হবে তা নিয়ে বিসিবির সভা অনুষ্ঠিত হয়। 

অধিনায়ক কে হচ্ছে এমন প্রশ্নের বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস বলেন, ‘আশা করি, আমরা দুই–তিন দিনের মধ্যে, ১২ আগস্ট আমাদের ডেডলাইন আছে (এশিয়া কাপের দল ঘোষণার), তার আগেই অধিনায়ক ঠিক করে করে আপনাদের জানিয়ে দেব।’ বোর্ড সভাপতিকে দায়িত্ব দেওয়ার আগে সভায় পরিচালকেরা দিয়েছেন তাঁদের মতামতও। সবার মতামতের যোগফল হিসাব করলে অবশ্য সম্ভাব্য অধিনায়ক একজনই—সাকিব আল হাসান। 

সূত্র জানিয়েছে, সভায় উপস্থিত সব পরিচালকই সাকিবকে ওয়ানডে অধিনায়ক করার পক্ষে মত দিয়েছেন। সাকিব তাতে রাজি হলে তিনি বাংলাদেশ দলের তিন সংস্করণেরই অধিনায়ক হয়ে যাবেন। তাতেও আপত্তি নেই কোনো পরিচালকের। 

সাকিব যদি টেস্ট আর টি–টোয়েন্টি দলের অধিনায়ক থেকেই ওয়ানডে দলের অধিনায়কত্ব করার তৃতীয় দায়িত্বটি নেন, তা বরং সাদরেই গ্রহণ করবে বিসিবি। কাজেই বল এখন সাকিবের কোর্টে।

সম্ভাব্য অধিনায়ক হিসেবে লিটন দাসের নামও আছে আলোচনায়। তবে অধিনায়ক হিসেবে লিটনের নাম আসবে তখনই, যখন সাকিব কোনো একটি সংস্করণে অধিনায়কত্ব করতে না চাইবেন। সে রকম হলে লিটনের ডেপুটি হতে পারেন মেহেদী হাসান মিরাজ। 

তবে অধিনায়কত্বের আলোচনাটা সে পর্যন্ত যাবে কি না, তা নির্ভর করছে বিসিবি সভাপতির সঙ্গে সাকিবের আলোচনার ওপর। সাকিব রাজি হয়ে গেলে অধিনায়ক খোঁজার প্রক্রিয়া শেষ হয়ে যাবে ওখানেই।

তবে তামিম ইকবাল গত বৃহস্পতিবার ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার পর পাঁচ দিন চলে গেলেও সম্ভাব্য অধিনায়কদের সঙ্গে আলোচনা কেন এখনো হয়নি, সেটা একটা প্রশ্ন। বিসিবির এক কর্মকর্তা এর ব্যাখ্যায় গঠনতন্ত্রের বাধ্যবাধকতার কথা বলেছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, অধিনায়ক ঠিক করতে হয় বোর্ড সভা করে। জরুরি সভা ডেকে সেই বাধ্যবাধকতাই পালন করা হয়েছে। বোর্ড পরিচালকেরা সভাপতিকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়ার পর এখন নাজমুল হাসানের জন্যও বাকি কাজটা সহজ হয়ে গেল।

আসলেই কি সহজ? নেতৃত্ব নেওয়ার ব্যাপারে সাকিব পাল্টা কোনো শর্ত দিলে তা বরং একটু কঠিনই হয়ে উঠতে পারে। কিংবা তিন সংস্করণের দায়িত্ব নিয়েও সাকিব যদি মাঝেমধ্যে কোনো সংস্করণ থেকে বিশ্রাম নিতে চান! বিশেষ করে অধিনায়ক হয়েও টেস্ট ক্রিকেটটা কয়েক বছর ধরেই নিয়মিত খেলেন না তিনি। বিশ্বকাপের পরপরই যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, বিসিবি আশ্বস্ত হতে চায় যে সাকিবকে সেখানেও অধিনায়ক হিসেবে পাওয়া যাবে। নয়তো লাল বল–সাদা বলে আলাদা অধিনায়ক করার দিকে ঝুঁকতে পারে বিসিবি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার কারণেও অনেক সময় ছুটি নিতে হয় সাকিবকে। সব মিলিয়েই ক্যারিয়ার নিয়ে সাকিবের ভবিষ্যৎ পরিকল্পনাটা তাঁর সঙ্গে কথা বলে ভালোভাবে বুঝে নিতে চায় বোর্ড। বিসিবির দীর্ঘ মেয়াদে অধিনায়ক করার চিন্তা থাকলেও সাকিব যদি অন্তত বিশ্বকাপ পর্যন্তও ওয়ানডের নেতৃত্ব নেন, সেটাও মেনে নেওয়া হবে। কাজেই এটা বলেই দেওয়া যায় যে সাকিবকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত বোর্ডের তরফ থেকে নেওয়া হয়ে গেছে। সাকিব রাজি না হলেই কেবল ‘প্ল্যান বি’ হিসেবে লিটনকে প্রস্তাব দেওয়া হবে।

এদিকে অধিনায়ক ঘোষণা না হওয়ায় ঝুলে গেছে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ২০-২২ সদস্যের দল ঘোষণাও। কোচ চন্ডিকা হাথুরুসিংহে আজ ঢাকায় এসে আগামীকাল বৃহস্পতিবার এ নিয়ে আলোচনায় বসবেন নির্বাচকদের সঙ্গে। এরপরও অধিনায়কের মতামত জানা বাকি থাকবে।

এম.এস.এইচ/

বিসিবি সাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

Footer Up 970x250