সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাত বছর পর ফের তেহরানে সৌদি দূতাবাসের কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

দীর্ঘ সাত বছর পর ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের দূতাবাসের আবারো তাদের কার্যক্রম শুরু করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল বুধবার (৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে। তবে তেহরানে পুনরায় সৌদি দূতাবাসের কার্যক্রম শুরুর ব্যাপারে রিয়াদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এর আগে গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন মধ্য দিয়ে রিয়াদে ইরানি দূতাবাস পুনরায় চালু করে তেহরান।

২০১৬ সালে শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনার প্রতিবাদে ইরানে অবস্থিত সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলা হয়। এ ঘটনায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরব। সাত বছর পর চলতি বছরের শুরুর দিকে দুই দেশ পুনরায় সম্পর্ক জোড়া লাগাতে সম্মত হয়।

তবে এ সম্পর্ক  জোড়া লাগাতে চীন বিশেষ ভূমিকা রেখেছে। কেননা চীনের মধ্যস্থতায় গত মার্চে শিয়াপ্রধান ইরান ও সুন্নিপ্রধান সৌদি একটি চুক্তির ঘোষণা দেয়। চুক্তি অনুযায়ী, দেশ দুটি আবার নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চালু করতে রাজি হয়। এ ছাড়া তারা আবার দূতাবাস চালু করতেও সম্মত হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানায়, তেহরানে সৌদি দূতাবাস আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেছে। গত রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়।

ইরানি গণমাধ্যমের খবরে আগে বলা হয়েছিল, তেহরানে সৌদি দূতাবাস পুনরায় খোলার ক্ষেত্রে বিলম্বের মূলে রয়েছে ভবনের বাজে অবস্থা। ২০১৬ সালের বিক্ষোভকালে দূতাবাস ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেসময় তেহরানের পক্ষ থেকে বলা হয়েছিল, দূতাবাস ভবনের সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত সৌদির কূটনীতিকেরা তেহরানের একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করে কাজ করবেন।

এম.এস.এইচ/ আইকেজে 

ইরান সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন