ছবি-জয়া আহসান
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। এবার নতুন চরিত্রে দেখা যাবে জয়াকে।
নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’ শিগগিরই প্রকাশ হচ্ছে। সিনেমাটির ট্রেলার প্রকাশের গুঞ্জনের পর থেকেই এর অ্যাকশন, সংলাপ ও গান নিয়ে ব্যাপক আলোচনা চলছে। একই সঙ্গে ট্রেলারে থাকা অভিনেত্রী জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যের চুম্বনের দৃশ্য নিয়ে নানা কথা বলছেন দর্শকরা।
এ বছর দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘দশম অবতার’। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এরই মধ্যে অন্তর্জালে প্রকাশ করা হয়েছে ফার্স্ট লুক।
এরপর রোববার (২৪ সেপ্টেম্বর) প্রকাশ্যে আনা হয় সিনেমাটির ট্রেলার। সেই ট্রেলারে জয়াকে দেখা গেছে রহস্যময় এক চরিত্রে। এ ছাড়া নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ট্রেলারে থাকা জয়ার চুমুর দৃশ্য।
চুমু দিয়েছিলেন সিনেমাটিতে বিজয় পোদ্দার নামে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা অনির্বাণ ভট্টাচার্যকে। এবার ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন জয়া-অনির্বাণ।
আরো পড়ুন: খোলামেলা পোশাকে গায়িকার বেডরুম ছবি
সেখানে ট্রেলার প্রকাশের পর থেকে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে আপনাদের চুমু। উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে অভিনেতা অনির্বাণ পাল্টা প্রশ্ন করেন, কেন? একই প্রশ্ন ছুড়ে দিয়ে জয়া বলেন, আমরা তো আগেও চুমু খেয়েছি। ‘ঈগলের চোখ’ সিনেমার প্রথম শট ছিল অনির্বাণ আর আমার চুমুর দৃশ্য। সেই দৃশ্যে আমি বসে আছি আর নতুন একটা ছেলে (অনির্বাণ) এসে আমাকে টুস করে চুমু খেয়ে গেল।
উপস্থাপক ফের প্রশ্ন করেন ‘দশম অবতার’ সিনেমায় চুমুর দৃশ্যের জন্য কয়টা টেক লেগেছিল? জবাবে জয়া আহসান বলেন, একটা। এবারের অভিজ্ঞতা সবচেয়ে ভালো।
প্রসঙ্গত, জয়া আহসান ছাড়াও এই সিনেমায় প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তও রয়েছেন। পাশাপাশি সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।
এসি/ আই. কে. জে/