বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ফুটবল

সেনেগালের বিপক্ষে রাতে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

#

ব্রাজিল দল - ছবি: সংগৃহীত

প্রীতি ম্যাচে মঙ্গলবার (২০ জুন) রাতে আবারো মাঠে নামছে ব্রাজিল। গিনির বিপক্ষে বড় জয় তুলে নেয়ার পর, এবার পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের বিপক্ষে খেলতে নামছে সেলেসাওরা। বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ম্যাচটি।

গেলো ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের অধীনে প্রথম জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। সেলেসাওদের লক্ষ্য সেই ধারা অব্যাহত রাখা। বর্ণবাদের প্রতিবাদস্বরূপ আয়োজিত ম্যাচে এবার সেনেগালের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গিনির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে কালো জার্সি পরে মাঠে নেমেছিল ব্রাজিল দল। এ ম্যাচেও একই জার্সি পরে নামার কথা সেলেসাওদের। সেনেগালের বিপক্ষে সবশেষ ২০১৯ সালে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। প্রীতি ম্যাচটি ড্র হয়েছিলো ১-১ গোলে। তবে এবার নিশ্চয়ই সেই ভুল করতে চাইবে না ব্রাজিল।

প্রীতি ম্যাচ হলেও আপাতত আলোচনার কেন্দ্রে দুটি ইস্যু। বর্ণবাদ ও ব্রাজিল দলের হেড কোচ নিয়োগ। গণমাধ্যমে গুঞ্জন, আগামী বছর কার্লো আনচেলত্তি দায়িত্ব নেবেন সেলেসাওদের। যদিও এ বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি; আনুষ্ঠানিক মন্তব্য করেননি কেউই। সেনেগাল ম্যাচের আগে এ প্রশ্ন করা হয় র্যামন মেনেজসকেও; তিনিও দেননি কোনো সুখবর।

ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ বলেন, 'আমি জানতাম এই প্রশ্নটি আসবে। তবে আমি আমার লক্ষ্যে স্থির আছি। আমি গিনি এবং সেনেগালের সঙ্গে ম্যাচের জন্য দলে যোগ দিয়েছি। তাই আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। আমি সেনেগালের বিপক্ষে দলকে জেতাতে এখন সম্পূর্ণ মনোনিবেশ করছি। আমি মনে করি, সিবিএফ প্রেসিডেন্ট রদ্রিগেজ দলের জন্য যা ভালো হয়, সেই সিদ্ধান্তই নেবেন। আমাদের এখন খেলাতে মন দিতে হবে।'

আরো পড়ুন: রোনালদোকে হাতছানি দিয়ে ডাকছে রেকর্ড

এরই মধ্যে অনুশীলন করেছে ব্রাজিল ও সেনেগাল ফুটবল দল। তবে ইনজুরির কারণে অনুশীলন করেননি রদ্রিগো। শেষ পর্যন্ত রিয়াল তারকা ফিট না হলে তার জায়গায় খেলতে পারেন জেনিথ সেইন্ট পিটার্সবার্গের ২৬ বছর বয়সী উইঙ্গার ম্যালকম।

এম/


Important Urgent

খবরটি শেয়ার করুন