বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সৌরভের দৃষ্টিতে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট যারা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আর কদিন পরেই বসতে বিশ্বকাপ ক্রিকেটের আসরে। ইতোমধ্যেই দলগুলো ব্যস্ত হয়ে উঠেছে নিজেদের প্রস্তুত করে নিতে। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের চূড়ান্ত সূচিও। দলগুলো যেমন নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত, তেমনি অনেক ক্রিকেটবদ্ধা আর কিংবদন্তিরা বিশ্বকাপকে নিয়ে নিজের ভবিষ্যদ্বাণীও করছেন।

ক্রিকেট কিংবদন্তিরা নানা রকম ভবিষ্যদ্বাণী করছেন। চ্যাম্পিয়ন, ফাইনালিস্ট বা সেমি ফাইনালিস্ট থেকে শুরু করে সর্বোচ্চ রান বা সর্বোচ্চ উইকেট শিকারী কে হবেন সেটি নিয়েও কথা বলছেন অনেকেই। ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন তার দৃষ্টিতে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে কোন চার দল।

রেভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স অব কোলকাতা গাঙ্গুলি জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত। তাদের সঙ্গে থাকবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্য থেকে যেকোনো একটি দল। 

গাঙ্গুলি বলেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত হবে সেমিফাইনালের তিনটি দল। তবে আপনি এই বড় টুর্নামেন্টে কখনোই নিউজিল্যান্ডকে হিসেবের বাইরে ফেলতে পারবেন না। আমি পাঁচটি দল বাছাই করব এবং সেখানে পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করব।

আরো পড়ুন: ভালো ক্রিকেট খেললে ভালো ফল পাব :জ্যোতি

প্রিন্স অব কোলকাতা আরও  বলেন, পাকিস্তানের সম্ভাবনা আছে সেমি ফাইনাল খেলার। তারা আরও ভাল যোগ্যতা অর্জন করতে পারে, এতে করে আমাদের ইডেন গার্ডেন্সেই ভারত-পাকিস্তান সেমিফাইনাল হবে।

এম/


Important Urgent

খবরটি শেয়ার করুন