রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্মার্ট নাগরিক হলেই স্মার্ট সমাজ হবে : সিমিন হোসেন রিমি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : শিক্ষার গুণগত মানোন্নয়ন, স্কাউট আন্দোলন জোরদারকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ কল্পে তিন হাজার শিক্ষক নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শনিবরার (১৭ জুন) উপজেলা প্রশাসন, কাপাসিয়ার আয়োজনে দিনব্যাপি এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩,২০০ শিক্ষক সমাবেশে অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। 

সিমিন হোসেন রিমি বলেন, আজকে আপনারা যারা এই সমাবেশে যোগ দিয়েছেন, স্মার্ট নাগরিক তৈরি করবেন আপনারা। স্মার্ট নাগরিক যখন তৈরি হবে তখন স্মার্ট সমাজও তৈরি হবে। 

তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিয়ে কেন চিন্তিত বাংলাদেশে। আজকাল মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলছেন চতুর্থ শিল্প বিপ্লবের কথা। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আপনারা তৈরি করবেন সন্তানদের। বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর ভাষায়, সন্তানের একমাত্র অভিভাবক তার পিতা-মাতা নয়। পিতা মাতার পরে যিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করেন তিনি হলেন স্কুল, মাদরাসা, কলেজের শিক্ষক। সেই শিক্ষকরা আমাদের সন্তানদের স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করবেন।  

আরো পড়ুন:স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল কারিগর শিক্ষক সমাজ: শিক্ষামন্ত্রী

শিক্ষক সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শাপলা কাপ পুরস্কার দেওয়া হয়েছে। শিক্ষার্থী সুমাইয়া, আয়েশা, ছিদ্দিকা, আবিদ হাসান শান্তা, মালিহা মরিয়ম, আল আমীন, নাজমুন নাহারকে এসব পুুরস্কার দেওয়া হয়।  

ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, শিক্ষা অফিসার আব্দুস সালাম, অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ প্রমুখ। 

এসি/ আই. কে. জে/


স্মার্ট নাগরিক স্মার্ট সমাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন