ছবি: সংগৃহীত
তাইওয়ানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখেই আকাশে স্যাটেলাইট পাঠিয়েছে চীন। দেশটির পাঠানো এ স্যাটেলাইট তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে। এরপর বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এমনকি জারি করা হয়েছে বিমান হামলার সতর্কবার্তা। এ ছাড়া বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে হৈ চৈ শুরু হয়ে গেছে।
তবে চীন ও তাইওয়ানের মধ্যে বিপত্তি বাঁধে ভিন্ন এক বিষয়ে। এমনকি স্থানীয়দের ফোনে দেওয়া হয়েছে সতর্কবার্তা। কারণ আকাশে পাঠানো স্যাটেলাইটকে শনাক্ত করা হয়েছে ‘ক্ষেপণাস্ত্র’ হিসেবে।
বুধবার (১০ই জানুয়ারি) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, নির্বাচনকে হস্তক্ষেপের জন্য চীনের এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে বলে মনে করছে না তারা। তবে প্রধান বিরোধীদলের দাবি, বিষয়টি তেমন না হলে কেন সতর্কবার্তা জারি করা হয়েছে। তাইওয়ানের দক্ষিণাঞ্চলের আকাশসীমায় চীনের এ স্যাটেলাইটটি শনাক্ত করা হয়।
এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে স্যাটেলাইটের কারণে তাইওয়ানজুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে। স্বশাসিত এ দ্বীপটির মোবাইলফোন ব্যবহারকারীরা নিরাপত্তার জন্য সতর্ক থাকার বার্তাসংক্রান্ত ম্যাসেজ পেয়েছেন।
আরও পড়ুন: ভুটানের নির্বাচনে জিতল সাবেক প্রধানমন্ত্রী তোবগের দল
তাইওয়ানের সরকার মঙ্গলবার জানিয়েছে, তাদের দক্ষিণাঞ্চলে চীনের স্যাটেলাইটবাহী একটি রকেট শনাক্ত হয়েছে। এরপর সরকার বিমান হামলার সতর্কবার্তা জারি করেছে। পরে অবশ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তায় ‘মিসাইল’ শব্দটি ব্যবহারকে ভুল উল্লেখ করে ক্ষমা চেয়েছে।
নির্বাচনকে সামনে রেখে চীনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে আসছে তাইওয়ান। তারা চীনকে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্নভাবে নির্বাচনের হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ করে আসছে। অন্যদিকে তাইওয়ানের অভিযোগকে চীন ‘নোংরা কৌশল’ বলে সমালোচনা করেছে। স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্যাটেলাইটটি চলাচলের গতিপথ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, চীনের এ স্যাটেলাইটটি তাইওয়ানের দক্ষিণাঞ্চল অতিক্রম করেছে।
তাইওয়ানের ওপর নানাভাবে চাপ প্রয়োগের চেষ্টা চালিয়ে আসছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাইওয়ানকে অস্ত্র সহায়তার অভিযোগে ৫টি মার্কিন সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে। তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি করায় এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
সূত্র: বিবিসি, রয়টার্স
এসকে/
খবরটি শেয়ার করুন