শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জানালেন উপায়

২৪ ঘণ্টায় ইউক্রেনে শান্তি নিশ্চিত করবেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি: সংগৃহীত

বিভিন্ন সময়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে মাত্র ২৪ ঘণ্টায় ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতেন। এবার তিনি সেই বিষয়ে তার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। রোববার (১৬ জুলাই) মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার পরিকল্পনা প্রকাশ করেন।

ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্তিরমোকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে আলোচনা এবং শান্তি চুক্তিতে যেতে রাজি করাতেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব নেতাদের সঙ্গে দেন-দরবারে সক্ষম নন উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প জানান, তার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ের ভালো সম্পর্ক রয়েছে। এই ভালো সম্পর্কের সূত্র ধরেই তিনি দুই নেতাকে আলোচনার টেবিলে বসাতে পারতেন বলেও দাবি করেন। 

ট্রাম্প বিশ্ব নেতাদের দিকে ইঙ্গিত করে বলেন, ‘ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁসহ এসব লোকেরা অনেক স্মার্ট। পুতিনসহ এমন স্মার্ট নেতাদের পুরো একটি তালিকা আপনাদের দিতে পারি। এই লোকগুলো প্রচণ্ড তীক্ষ্ণ ধী সম্পন্ন, কঠোর চরিত্র এবং হিংস্র। তারা অনেক বেশি উগ্র এবং তারা তাদের খেলার ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।’

এ সময় ট্রাম্প বাইডেনকে ইঙ্গিত করে বলেন, ‘আর আমরা এমন একজনকে পেয়েছি, যার কোনো ধারণাই নেই কোথায় কী ঘটছে। এই সময়টা আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়।’  

এসময় মারিয়া বার্তিরমো ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘তো এই অবস্থায় আসলে কী ধরনের প্রতিক্রিয়া উচিত এবং আপনি কীভাবে মাত্র ২৪ ঘণ্টায় ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করবেন?’

আরো পড়ুন:ইরানে আবারও কাজ শুরু করেছে নীতি পুলিশ

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জেলেনস্কিকে খুব ভালো করে চিনি এবং আমি পুতিনকেও খুব ভালোভাবে চিনি; বরং অনেকের চেয়ে ভালো চিনি। তাদের দুজনের সাথেই আমার সম্পর্ক খুবই ভালো। আমি জেলেনস্কিকে বলতাম, “অনেক হয়েছে, আর নয়। তোমাকে চুক্তি করতে হবে।” আমি পুতিনকে বলবো, “যদি আপনি একটি চুক্তি না করেন, আমরা তাকে (জেলেনস্কিকে) অনেক কিছু দিতে যাচ্ছি। যদি তাদের কিছু দিতেই হয় তবে আমরা (ইউক্রেনকে) এত বেশি দেব যে আপনি ভাবতে পারবেন না। এভাবে আমি একদিনের মধ্যে চুক্তিটি সম্পন্ন করব”।’

এম/

আরো পড়ুন:ইরানে আবারও কাজ শুরু করেছে নীতি পুলিশ

ডোনাল্ড ট্রাম্প

খবরটি শেয়ার করুন