শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ! *** ভারতের মথ ডাল এ দেশে এসে মুগ ডাল হয়ে যাচ্ছে কেন *** জাহানারা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি *** ‘শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা ফাঁস করল বিবিসি’

২৬ বছরে সবচেয়ে উষ্ণ বড়দিন দেখছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের বাসিন্দারা গত ২৬ বছরের ইতিহাসে চলতি বছর সবচেয়ে গরম বড়দিন উদযাপন করছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ইংল্যান্ডের হিথ্রো এলাকায় তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দেশটির অন্যান্য অঞ্চলেও প্রায় একই তাপমাত্রা বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, এর আগে ১৯৯৭ সালের বড়দিনে ইংল্যান্ডের তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে, ১৯৩১ সালে স্কটল্যান্ডের এবারডিন এবং ব্যানফে ২৫শে ডিসেম্বর এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বড়দিন দেখা গিয়েছিল ১৯২০ সালে। আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে, সেদিন দেশজুড়ে গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  

আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী কাল কিংবা পরশুদিন তাপমাত্রা কমবে।

আরো পড়ুন: বৃষ্টি হতে পারে দুই বিভাগে, কমতে পারে তাপমাত্রা

‘আজ সারাদিন তাপমাত্রা অপরবর্তিত থাকবে, এমনকি খানিকটা বাড়তেও পারে। তবে আগামী কাল বা পরশুদিন থেকে তাপমাত্রা ১৪ কিংবা ১৩ ডিগ্রিতে নেমে আসতে পারে।

এদিকে যুক্তরাজ্যের নর্দার্ন আয়ার‌ল্যান্ড এবং স্কটল্যান্ড-ইংল্যান্ড সীমান্তের বেশ কিছু এলাকায় ২৪শে ডিসেম্বর থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে, আর ওয়েলসে ২৪ তারিখ থেকে থেমে থেমে চলছে বর্ষণ।

আবহওয়া দপ্তর জানিয়েছে, সোমবার স্কটল্যান্ডের উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকাতেও বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেশটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে আবহাওয়া বিষয়ক হলুদ সতর্কতা সংকেত প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শীতল আবহাওয়ার দেশ যুক্তরাজ্যে বড়দিনের দিন যদি বরফ পড়ে, তাহলে ধরে নেওয়া হয়— আবহাওয়া স্বাভাবিক রয়েছে।

সূত্র: বিবিসি

এইচআ/ এসি


রেকর্ড যুক্তরাজ্য আবহাওয়া বড়দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250