সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক: এ কে আজাদ *** দেশকে সুন্দর করার সুযোগ এসেছে, কিন্তু চারদিকে অনৈক্যের সুর: মির্জা ফখরুল *** জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে *** ২ বছর পর গাজার ৩ লাখ শিশুর পড়ালেখা শুরু *** আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল বিএনপি, শহীদ মিনারে নেতারা *** আলতাফ শাহনেওয়াজের যৌন নিপীড়ন ইস্যুতে সম্পাদকের কাছে পাঁচ বিশিষ্ট নারীর চিঠি *** জামায়াত বলে এক, করে আরেক: রুমিন ফারহানা *** বিনা দোষে ৪৩ বছর জেল খাটা ব্যক্তিকে কী এবার ভারতে ফেরত পাঠাবে আমেরিকা *** শিল্প-সাহিত্যকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে: বেবী নাজনীন *** নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু

৪৭৬ ছড়াকারের ছড়া নিয়ে শিশু একাডেমির ছড়াবার্ষিকী প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত ছড়াবার্ষিকী প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩১ জুলাই) শিশু একাডেমির মিলনায়তনে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

৪৭৬ জন ছড়াকারের ছড়া নিয়ে প্রকাশিত হয়েছে এবারের ছড়াবার্ষিকী। ছড়াবার্ষিকী উৎসব আলোকিত করে উপস্থিত হয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ, কবি অসীম সাহা সহ শতাধিক কবি, ছড়াকার ও সাহিত্যিক। 

বাংলাদেশের ঐতিহ্যবাহী ছড়া গুলো থেকে ছড়াগানের সাথে শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুদের অংশগ্রহণে নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় ছড়াবার্ষিকী উৎসব আয়োজন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

এসময় তিনি বলেন, ‘একটা সময় ছড়া লেখা হতো শুধু শিশুদের জন্য। বর্তমানে আমাদের ছড়া শিশুদের জন্য নয়, বড়দের জন্যও নয়, ছড়া এখন পাঠকের জন্য। আমাদের লেখালেখি তে ছড়ার উপস্থিতি বেড়েছে।’


আনজীর লিটন আরও বলেন, ‘৪৭৬ জন ছড়াকার নিয়ে আজ ছড়াবার্ষিকী প্রকাশিত হল। এরপর গল্পকারদের নিয়ে গল্পবার্ষিকীর আয়োজন করবে শিশু একাডেমি।’

ছড়াবার্ষিকীর সম্পাদক সুজন বড়ুয়া তার বক্তব্যে বলেন, ‘ছড়াবার্ষিকী বাংলা সাহিত্যের  সর্ববৃহৎ ছড়া সংকলন। এর আগে ৪৭৬ জন জীবিত ছড়াকার নিয়ে একটি ছড়া সংকলন কখনো হয়নি।’

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, ছড়াকার ও কবি সম্পদ বড়ুয়া তার বক্তব্যে বলেন, ‘জীবিত ছড়াকারদের নিয়ে এই সংকলন একটি বড় কাজ।’

কবি নির্মলেন্দু গুণ তাঁর বক্তব্যে শৈশবের ছড়া লেখার স্মৃতি চারণ করেন। শৈশবে তিনি চার আনা, আট আনার বিনিময়ে ছড়া-কবিতা লিখে দিতেন বলেও জানান। কবি নির্মলেন্দু গুণ তাঁর বক্তব্যে ছড়াবার্ষিকীর এই আয়োজনের প্রশংসা করেন।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম সভাপতির বক্তব্যে বলেন, ‘আমাদের ছোটবেলা শুরুই হয় ছড়ার মাধ্যমে। রবীন্দ্রনাথের জল পড়ে, পাতা নড়ের মাধ্যমেই ছড়াগুলো আমাদের মনে গেঁথে যায়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছড়াকার আমিরুল ইসলাম, ছড়াকার আসলাম সানী, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, রাষ্ট্রপতির সচিব ছড়াকার ও কবি সম্পদ বড়ুয়া, কবি নাসির আহমেদ, কবি ও ছড়াকার সৈয়দ আল ফারুক, ছড়াকার রফিকুর রশীদ, ছড়াকার ও কবি হাসান হাফিজ, ছড়াকার ও কবি দিলদার হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদাসহ শতাধিক কবি, ছড়াকার ও সাহিত্যিক।

ওআ/

শিশু একাডেমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250