ক্যাটরিনা কাইফ - ছবি: সংগৃহীত
বিয়ের কিছুদিন যেতে না যেতেই ‘মা’ হওয়ার গুঞ্জনে একাধিকবার শিরোনামে আসেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও বিষয়টি গুঞ্জনের বাক্সেই বন্দি রয়েছে। তবে সম্প্রতি সালমান খানের বাড়িতে ঈদের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার পালে জোর হাওয়া লেগেছে।
অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় ক্যাটের পোশাক এবং আচার-আচরণে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন ‘মা’হতে যাচ্ছেন তিনি। তবে এর আগে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও এবার জল্পনায় জল ঢালেন ক্যাটরিনা নিজেই।
ছবি: সংগৃহীত
জানা গেছে, সন্তান প্রসঙ্গে চিন্তা-ভাবনা শুরু করেছেন এই অভিনেত্রী। যদিও এর আগে শোনা গিয়েছিল, বিজয় সেতুপতির সঙ্গে ‘ক্রিসমাস’ সিনেমার শুটিং শেষ করেই সন্তানের পরিকল্পনা করবেন তিনি। এদিকে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয় সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ এবং ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ সিনেমার শুটিং শেষ করে মা হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ক্যাট। তবে ‘জি লে জারা’ এখন বাক্সবন্দি হয়ে গেছে। ফলে ক্যাটরিনার মা হওয়ার বিষয়টি এখন নিছক গুঞ্জনে আটকে থাকছে না বলে মনে করছেন অনেকে।
আরো পড়ুন‘ আশীকি’র জন্য কত পারিশ্রমিক পেয়েছিলেন রাহুল
এম/