সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁ-১

নওগাঁ-১ আসনে এগিয়ে সাধন চন্দ্র মজুমদার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিটি আসনে চলছে ভোট গণনার কাজ। ইতোমধ্যে ৫২টি কেন্দ্র থেকে ফলাফল এসেছে। সে হিসেবে নওগাঁ-১ আসন থেকে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (৭ই জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

নওগাঁ-১ ( পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) ১৬৫টি কেন্দ্রের মধ্যে ৫২টি আসন থেকে আসা কেন্দ্রের ফলের ভিত্তিতে অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে আছেন সাধন চন্দ্র মজুমদার। নৌকা প্রতীকে ৫২টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৪৫৬২। সাধন চন্দ্র মজুমদারের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান ১৭২৭৫ ভোট পেয়েছেন।

আরো পড়ুন: বিপুল ব্যবধানে এগিয়ে মাশরাফি

নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) এ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৯০১ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৯৬ জন এবং নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৫ জন। এর মধ্যে নিয়ামতপুরে ভোটার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৩৩৮ জন, পোরশায় ১ লাখ ৫ হাজার ২০৬ এবং সাপাহারে ১ লাখ ৩৫ হাজার ৩৫৭ জন।

এসি/


সাধন চন্দ্র মজুমদার

খবরটি শেয়ার করুন