শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংগঠনের ২০২২-২৩’র কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ঐতিহ্যবাহী সংগঠন লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংগঠনের ২০২২-২৩ সালের কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৮ জুন বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির উপদেষ্টা মানফাত জাবিন হক কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তালহা মোহাম্মদ হুসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মুনতাহা মাহার নাম ঘোষনা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি খাদিজা তাজকিয়া, ফাহিম আলম সৌমিক, সাদিকুর রহমান চৌধুরী যুগ্মসম্পাদক হিসেবে প্রীতি রায়, ফুয়াদ রাফি, রেদোয়ানুল হক, কোষাধক্ষ্য জাকির,এবং সাংগঠনিক সম্পাদক সুজন কুমার, নির্বাহী সদস্য ফেরদৌস ইসলাম, সাদমান তৌসিফ।

এসময় বিদায়ী কমিটির সদস্যরা ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সদস্যরা এই শাশ্বত সুন্দর কমিটির সকলের যৌথ প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে নব উদ্যমে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এমআর/ ওআ/

লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন