রবিবার, ২৫শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলতি সপ্তাহে ব্যাংক থেকে তোলা যাবে দিনে সর্বোচ্চ চার লাখ টাকা *** সালমান-আনিসুল ও জিয়াউলের ১০ দিনের রিমান্ড মঞ্জুর *** সাবেক এমপি সাদেক খান গ্রেফতার *** বন্যা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধান উপদেষ্টার *** চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে বাংলাদেশ *** বন্যার সুযোগে চিড়া-মুড়ির মূল্যবৃদ্ধি, কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা *** বন্যার্তদের জন্য দুই মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন দেবে *** বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী দিতে টিএসসিতে মানুষের ঢল *** রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের সব গেট, সতর্কতা জারি *** ফেনীর মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে ডিজেল ফ্রি দেওয়ার নির্দেশ

আমির কন্যাকে বিয়ে করতে ৮ কিলোমিটার জগিং করে আসলেন বর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

বিয়ে করলেন আমির খান কন্যা ইরা খান। দীর্ঘদিনের প্রেমিক নূপূরের সঙ্গে আজ মুম্বইতে আইনি বিয়ে সারলেন তিনি। মঙ্গলবারই হয়ে গিয়েছে ইরার গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন। প্রেমিক নূপূর ৮ কিলোমিটার রাস্তা জগিং করেই বিয়ের আসরে আসেন।

গতকাল ৩রা জানুয়ারী, একটি সবুজ গোলাপি পোশাকে সেজেছিলেন ইরা খান। তাঁকে চিরাচরিত ধারা থেকে বেশ আলাদা দেখাচ্ছিল। সারাক্ষণই তিনি স্বামীর হাত ধরেছিলেন। একটি কাজ করা পাটিয়ালার সঙ্গে ভরাট কাজের ব্লাউজ পরেছিলেন নূপূর, সঙ্গে লেয়ারিং করে নেওয়া দুই রঙের ওড়না। সাবেকি পোশাকে সেজেছিলেন নূপূরও।

নূপূরের বিয়ের মণ্ডপে আসার পদ্ধতিটিও ছিল বেশ অভিনব। কখনও নাচতে নাচতে, কখনও আবার জগিং করে বিয়ের মণ্ডপে এসে পৌঁছান নূপূর। সব মিলে নাকি ৮ কিলোমিটার রাস্তা জগিং করেই পার করেন তিনি।

শুধু তাই নয়, কালো গেঞ্জি পরেই আইনি বিয়ে করেন নূপূর। ছিল না কোনও সাজ, বরবেশ। পরে পাপারাৎজিদের সামনে আসার সময় অবশ্য শেরওয়ানি পরে নিয়েছিলেন তিনি।

আরো পড়ুন: ১০০ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

এদিন ধুতি, কুর্তা পাগড়িতে এক্কেবারে সাবেকি সাজে সেজেছিলেন আমির খান। সারাক্ষণ রইলেন পরিবারের সঙ্গে। মেয়ে ও জামাইকে নিয়ে পোজও দিলেন পাপারাৎজিদের সামনে।

আগেই অনুরোধ করা হয়েছিল, বিয়ের জন্য যেন কোনও উপহার না আনা হয়। তবে চাইলে কেউ তাঁর স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদান দিতে পারেন বলে জানিয়েছেন ইরা। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন আমির-কন্যা। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থাও সেই কাজই করে। উপহারের পরিবর্তে বিয়ের অতিথিরা কেউ চাইলে তাঁর সেই সংস্থায় অনুদান দিতে পারেন।

এদিন বিয়ের মেনুতে ছিল পাঞ্জাবি খাবার আয়োজন। স্পেশাল কাবাব ও নানা স্বাদের মিষ্টিও ছিল ইরা নূপূরের বিয়েতে।

এসি/ আই. কে. জে/ 


আমির খান কন্যা জগিং

খবরটি শেয়ার করুন