সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

আমির কন্যাকে বিয়ে করতে ৮ কিলোমিটার জগিং করে আসলেন বর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

বিয়ে করলেন আমির খান কন্যা ইরা খান। দীর্ঘদিনের প্রেমিক নূপূরের সঙ্গে আজ মুম্বইতে আইনি বিয়ে সারলেন তিনি। মঙ্গলবারই হয়ে গিয়েছে ইরার গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন। প্রেমিক নূপূর ৮ কিলোমিটার রাস্তা জগিং করেই বিয়ের আসরে আসেন।

গতকাল ৩রা জানুয়ারী, একটি সবুজ গোলাপি পোশাকে সেজেছিলেন ইরা খান। তাঁকে চিরাচরিত ধারা থেকে বেশ আলাদা দেখাচ্ছিল। সারাক্ষণই তিনি স্বামীর হাত ধরেছিলেন। একটি কাজ করা পাটিয়ালার সঙ্গে ভরাট কাজের ব্লাউজ পরেছিলেন নূপূর, সঙ্গে লেয়ারিং করে নেওয়া দুই রঙের ওড়না। সাবেকি পোশাকে সেজেছিলেন নূপূরও।

নূপূরের বিয়ের মণ্ডপে আসার পদ্ধতিটিও ছিল বেশ অভিনব। কখনও নাচতে নাচতে, কখনও আবার জগিং করে বিয়ের মণ্ডপে এসে পৌঁছান নূপূর। সব মিলে নাকি ৮ কিলোমিটার রাস্তা জগিং করেই পার করেন তিনি।

শুধু তাই নয়, কালো গেঞ্জি পরেই আইনি বিয়ে করেন নূপূর। ছিল না কোনও সাজ, বরবেশ। পরে পাপারাৎজিদের সামনে আসার সময় অবশ্য শেরওয়ানি পরে নিয়েছিলেন তিনি।

আরো পড়ুন: ১০০ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

এদিন ধুতি, কুর্তা পাগড়িতে এক্কেবারে সাবেকি সাজে সেজেছিলেন আমির খান। সারাক্ষণ রইলেন পরিবারের সঙ্গে। মেয়ে ও জামাইকে নিয়ে পোজও দিলেন পাপারাৎজিদের সামনে।

আগেই অনুরোধ করা হয়েছিল, বিয়ের জন্য যেন কোনও উপহার না আনা হয়। তবে চাইলে কেউ তাঁর স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদান দিতে পারেন বলে জানিয়েছেন ইরা। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন আমির-কন্যা। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থাও সেই কাজই করে। উপহারের পরিবর্তে বিয়ের অতিথিরা কেউ চাইলে তাঁর সেই সংস্থায় অনুদান দিতে পারেন।

এদিন বিয়ের মেনুতে ছিল পাঞ্জাবি খাবার আয়োজন। স্পেশাল কাবাব ও নানা স্বাদের মিষ্টিও ছিল ইরা নূপূরের বিয়েতে।

এসি/ আই. কে. জে/ 


আমির খান কন্যা জগিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন