সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাশমিকাকে নিয়ে এ কি মন্তব্য রণবীরের!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দক্ষিণী সিনেমায় জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা। ‘গুডবাই’ দিয়ে এ বছর বলিউডেও অভিষেক হয়েছে তার। প্রথম বলিউড ছবিতেই সহশিল্পী হিসেবে পেয়েছেন অমিতাভ বচ্চনের মতো সিনেমা জগতের মহারথীকে।

ডিসেম্বরের ১ তারিখ মুক্তি পেতে চলেছে নতুন সিনেমা ‘অ্যানিমেল’। সেই সিনেমাতেই নায়িকার ভূমিকায় দেখতে পাওয়া যাবে রাশমিকা মান্দানাকে। তবে এবার রাশমিকাকে নিয়েই বিস্ফোরক মন্তব্য রণবীরের। 

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তিনি। তার সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি নেটদুনিয়ায়। এবার সে বিষয়েই সিলমোহর লাগালেন অভিনেতা রণবীর।

রণবীরের অফস্ক্রিন ভালোবাসার সম্পর্কে সবাই জানলেও, রাশমিকার অফস্ক্রিন ভালোবাসা কে এই নিয়ে প্রশ্নের শেষ নেই। সেই বিষয় নিয়েই বেশ কিছু কথা বলেছেন রণবীর। দক্ষিণী চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাই নাকি রাশমিকার প্রাণের মানুষ। তারা নাকি সম্পর্কেও আছেন এমন বেশ কিছু কথার সত্যতা সামনে এসেছে।

আরো পড়ুন: নারী সাংবাদিককে জড়িয়ে ধরে চুমু খেলেন সালমান

সম্প্রতি ‘আনস্টপেবল উইথ এনবিকে’ নামক এক টকশো-তে দেখতে পাওয়া যায় রণবীরকে। সঙ্গে ছিলেন ‘অ্যানিমেল’ ছবির অভিনেত্রী রাশমিকা এবং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা। 

শো-তে একটি সময়ে নন্দামুরি বালাকৃষ্ণা ওরফে এনবিকে সন্দীপকে বলেন বিজয়কে ফোন করে জিজ্ঞেস করতে যে বিজয়ের ‘অ্যানিমেল’ ছবির পোস্টার কেমন লেগেছে। কারণ সন্দীপের আরও এক বিখ্যাত সিনেমা ‘অর্জুন রেড্ডি’-র প্রধান অভিনেতা তিনি। কিন্তু ফোন করলে দেখা যায় যে বিজয় ফোন ধরে না।

তখনই রণবীর জানান, সন্দীপের ফোন বিজয় ধরবে না। যদি রাশমিকা ফোন করে তবেই বিজয় ধরবে। এই কথা বলতেই রাশমিকা লজ্জা পেয়ে যান। 

পরে দেখা যায় রাশমিকা ফোন করতেই বিজয় ফোন ধরেন। এ ছাড়া বহুবার রণবীরকে এই বিষয়ে রাশমিকার সঙ্গে মজা করতে দেখা যায়। তা থেকেই স্পষ্ট যে রণবীর ইঙ্গিত দিচ্ছেন তাদের সম্পর্কের ব্যাপারে।

এসি/ আই. কে. জে/



রণবীর রাশমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন