ছবি: সংগৃহীত
ফার্স্ট লুক, পোস্টার ও গান প্রকাশের পর থেকেই ‘বাঘি ৪’ নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে মুক্তি পেল সিনেমাটির ট্রেলার। প্রত্যাশা মতোই ভরপুর অ্যাকশন, হাড়ভাঙা লড়াই, রোমান্স ও দারুন সব ডায়ালগে প্রেক্ষাগৃহে রীতিমত ঝড় তোলার আগাম বার্তা দিল ‘বাঘি ৪’ ট্রেলারটি। খবর ইন্ডিয়াডটকমের।
শুরুতেই রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত শরীর নিয়ে প্রতিপক্ষকে তারা করতে দেখা যায় টাইগার শ্রফকে। এরপর হাজির হন খলনায়ক সঞ্জয় দত্ত, যার চোখে-মুখে ভয়ঙ্কর আগ্রাসী রূপ। টাইগারের দুটি আলাদা লুক দেখা গেছে। প্রথমে নৌবাহিনীর অফিসার, পরে এক নির্মম প্রতিশোধপরায়ণ রূপ-দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
ধীরে ধীরে গল্প এগোতেই প্রকাশ পায়, চারপাশের মানুষ টাইগারকে মানসিকভাবে অস্থির ভাবছে। টাইগার বিশ্বাস করে, তার প্রেয়সী আলিশা মারা গেছে। অথচ অন্যরা দাবি করে-আলিশা আদৌ ছিল না, কেবল তার কল্পনার সৃষ্টি। এখান থেকেই শুরু হয় চমক, আবেগ আর প্রতিশোধের উত্তাল ঝড়।
ট্রেলার অনলাইনে প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়া ভরে ওঠে দর্শকের প্রশংসায়। কেউ লিখেছেন, বলিউড অ্যাকশন লেভেল আপগ্রেড– ‘বাঘি ৪ স্টাইল’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘টাইগার শ্রফের মেগা কামব্যাক’। কয়েক সপ্তাহ আগে মুক্তি পাওয়া ‘বাঘি ৪’-এর টিজার নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, ট্রেলার দর্শকদের নতুন আশা জাগিয়েছে।
সিনেমায় টাইগার শ্রফ ও সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করেছেন সোনম বাজওয়া, হারনাজ সান্ধুসহ আরও অনেকে। 'বাঘি ৪’ পরিচালনা করেছেন এ. হর্ষা।
জে.এস/
খবরটি শেয়ার করুন