সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফোন ধরার কৌশলই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহাবিশ্বের প্রতিটি প্রান্তের খোঁজ খবর এখন মনিটরের মধ্যে সীমাবদ্ধ। স্মার্টফোন আজ আমাদের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত ফোনের কাজের বিবরণ দেওয়া অসম্ভব। প্রতিটি কাজেই এই ক্ষুদ্র যন্ত্রটি ছাড়া জীবনযাপন অসম্ভব। 

এই যেমন অফিসে কাজ করছেন ফোন বাজল, রিসিভ করে কথা বলছেন, আবার বাসে যাচ্ছেন ফোনে কথা বলছেন। মজার কথা হলো বিজ্ঞানীরা বলছেন, আপনি ফোন রিসিভ করে কিভাবে কথা বলছেন তার ধরনের উপর আপনার ব্যাক্তিত্ব নির্ভর করছে। 

চলুন তবে জেনে নেওয়া যাক হাতে ফোন ধরে রাখার কোন কৌশল কেমন ব্যক্তিত্বের প্রকাশ করে: 

এক হাতে ফোন ধরে রাখা ও একই হাতের একটি বুড়ো আঙুল ব্যবহার করা

এই কৌশল জানান দেয় যে, আপনি একজন আত্মবিশ্বাসী ব্যক্তি ও জীবনে দ্রুত উন্নতি করতে চান। এই কৌশল আরও জানান দেয়, আপনি কোনো চ্যালেঞ্জকে ভয় পান না ও কঠোর পরিশ্রমকেও ভয় পান না। এ ধরনের মানুষরা খুব জটিল পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে সহজেই। সঙ্গীর জন্য এ ধরনের মানুষেরা সব ধরনের পরিস্থিতিতেই লড়াই করতে পারেন।

দুই হাতে ফোন ধরে রাখা ও একটি বুড়ো আঙুল ব্যবহার করা

যারা এই স্টাইলে ফোন হাতে রাখেন ও ব্যবহার করেন, তারা স্বভাবে সতর্ক হন। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্লেষণ করতে পছন্দ করেন তারা। এ ধরনের মানুষেরা জ্ঞানী, চিন্তাশীল ও সহানুভূতিশীল প্রকৃতির হন। তবে ব্যাক্তিগত জীবনে এ ধরনের মানুষেরা সঙ্গীকে খুব বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, আর তখনই অশান্তির সৃষ্টি হয়।

আরো পড়ুন : পেপটিক আলসার হলো কি না, কোন উপসর্গ দেখে বুঝবেন?

দুই হাতে ফোন ধরে রাখা ও উভয় আঙুল ব্যবহার করা

যারা এভাবে ফোন ব্যবহার করেন তারা বেশ উদ্যমী প্রকৃতির। তারা বুদ্ধিমান ও বুদ্ধিবৃত্তিকভাবে উদ্দীপক কথোপকথনে জড়িত থাকেন। আবার এ ধরনের মানুষের প্রেমের জীবনও থাকে রোমান্সে ভরপুর।

এক হাতে ফোন ধরে অন্য হাতের তর্জনী ব্যবহার

স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্বের প্রকাশ ঘটায় এই কৌশল। যারা এভাবে ফোন ব্যবহার করেন তারা দুঃসাহসিক কার্যকলাপের প্রতি অনুরাগী। তারা সৃজনশীল ক্ষেত্রে ভালো করেন। এ ধরনের মানুষেরা সঙ্গীকে ছোট ছোট রোমান্সে রাখেন, ফলে তাদের দাম্পত্য জীবন সুখের হয়।

এস/ আই. কে. জে/ 

 




ফোন ধরার কৌশল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন