শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভেজিটেবল ইউথ প্রন কেক স্যান্ডউইচ তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাজারে নানা রকম শীতের সবজি পাওয়া যাচ্ছে। রোজকার রান্নায় সেসব তো খাওয়া হয়ই। এবার না হয় একটু ভিন্নতা আসুক স্বাদে। ভিন্ন স্বাদে ঘরে বানিয়ে ফেলৃুন ভেজিটেবল ইউথ প্রন কেক স্যান্ডউইচ। রইলো রেসিপি-

উপকরণ:

পাউরুটি ১৬ টুকরা,

চিংড়ি ৫০০ গ্রাম,

গাজর কুচি ১ কাপ,

জলপাই আধা কাপ,

মটরশুঁটি আধা কাপ,

আরো পড়ুন : মুচমুচে লইট্টা ফ্রাই তৈরির রেসিপি

মেয়নেজ ১ কাপ,

ক্রিম ১ কাপ এবং ধনেপাতা ও অ্যাসপারাগাস কয়েকটা করে (সাজানোর জন্য)। 

প্রদ্ধতি :

চিংড়ির মাথা ও লেজের অংশ পরিষ্কার করে শক্ত আবরণ ফেলে সেদ্ধ করে নিন। সব সবজি ও সেদ্ধ চিংড়ির কয়েকটা রেখে বাকি সব ব্লেন্ড করে নিন। মেয়নেজ অর্ধেকটার সঙ্গে মিশিয়ে নিন, বাকি অর্ধেকটা মেয়নেজ ক্রিমের সঙ্গে মেশান।

চারটা ব্রেডের ওপর মেয়নেজ, চিংড়ি সবজির মিশ্রণ দিয়ে আর চারটা ব্রেড ওপরে বসাতে হবে। আবার মেয়নেজ মিশ্রণ মেখে পাউরুটি পুনরায় বসাতে হবে। এভাবে চার ভাঁজে বসানোর পর গোল করে কেকের মতো করে কেটে নিন। ক্রিম ও মেয়নেজের মিশ্রণ দিয়ে চারপাশ ঢেকে দিন। অলিভ, অ্যাসপারাগাস, ধনেপাতা, চিংড়ি দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন। 

এস/ এসি

রেসিপি ভেজিটেবল ইউথ প্রন কেক স্যান্ডউইচ

খবরটি শেয়ার করুন