শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম *** প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার *** বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের *** ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

যেভাবে বিশ্ববাজারে আধিপত্য বাড়ছে সুস্বাদু খাবার ‘রামেন’-এর

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রিহিত

আধুনিক বাঙালিদের সন্ধ্যার নাস্তায় নুডলস জনপ্রিয় খাবার হিসেবে সীমাবদ্ধ থাকলেও বিশ্বের অন্যান্য দেশে নুডলস সদৃশ জাপানি খাবার ‘রামেন’ দিনকে দিন প্রধান খাদ্য হয়ে উঠছে। মূলত উচ্চ মূল্যস্ফীতির এই চ্যালেঞ্জিং সময়ে মধ্যবিত্ত ভোক্তাদের মধ্যে রামেনের চাহিদা বেড়েছে আগের তুলনায় কয়েকগুণ।

জাপানিরা শত শত বছর ধরে নিজেদের প্রধান খাদ্য হিসেবে রামেন বা নুডলস রেখেছে সর্বাগ্রে। তবে রামেনের মধ্যে বিভিন্ন ধরন থাকলেও বর্তমানে জাপানের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও ‘ইন্সট্যান্ট রামেন’ হয়ে উঠছে জনপ্রিয়। পশ্চিমারা বার্গার-স্যান্ডউইচের ওপর নির্ভরশীলতা কমিয়ে ঝুঁকছে তুলণামূলক সস্তা অথচ সুস্বাদু এ খাবারের দিকে।

৬৫ বছর আগে জাপানের ওসাকা দ্বীপের অধিবাসী মোমোফুকো আন্দোর হাত ধরে যাত্রা ইন্সট্যান্ট রামেনের। এ রামেন তৈরিতে লাগে না আগুন, তেল বা মসলা। শুধু একটু গরম পানি দিলেই তৈরি হয়ে যায় ইন্সট্যান্ট এই রামেন।

স্পাইসি টমেটো সস, সামুদ্রিক মাছের টুকরা, জাপানের বিশেষ তেরিয়াকি চিকেন, কোরিয়ান বারবিকিউ আর চিজ কারির মিশ্রণে এই রামেন এখন আমেরিকার মানুষের কাছে নতুন ‘আমেরিকান ব্রেকফাস্ট’ নামে পরিচিত।

আন্দো ২০০৭ সালে ৯৬ বছর বয়সে মারা যান। জীবদ্দশায় তার তৈরি খাদ্যের এমন বিশ্বব্যাপী সমাদর তিনি দেখে যেতে পারেননি। বোধহয় কল্পনাও করেননি আন্তর্জাতিক বাজারে তার হাতে প্রতিষ্ঠিত ইন্সট্যান্ট রামেন ভিত্তিক স্থানীয় কোম্পানি নিসিন ফুড এতটা জনপ্রিয়তা লাভ করবে।

নিসিন কোম্পানির কয়েক ধরনের রামেন বিক্রি হয় আন্তর্জাতিক বাজারে। ঝাল কম-বেশির ধরন ছাড়াও নানা ধর্মের মানুষের জন্য রয়েছে উপযোগী নানা রকমের ইন্সট্যান্ট রামেন। এতে করে হারাম-হালালের নিশ্চয়তা পেয়ে মুসলিম দেশগুলোতেও এ রামেন নিজেদের অবস্থান ইতোমধ্যে পাকাপোক্ত করে ফেলেছে।

ওসাকা ভিত্তিক ওয়ার্ল্ড ইন্সট্যান্ট নুডুলস অ্যাসোসিয়েশনের এক পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে ৫০টির বেশি দেশে ১২১ বিলিয়নের বেশি ইন্সট্যান্ট নুডুলস বিক্রি হয়েছে।

এর আগে চীন, হংকং এবং ইন্দোনেশিয়ার মানুষ নিজেদের প্রধান খাদ্য হিসেবে নুডলসের ওপরে নির্ভরশীল ছিল। চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ছিল যথাক্রমে জাপান ও ভিয়েতনাম। বর্তমানে ভিয়েতনামের পর সবচেয়ে বেশি নুডলস বিক্রি হয় ভারতে। দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে নুডলসের চাহিদা।

আরো পড়ুন : সকালের নাস্তায় পাউরুটি নয়, খান আটার রুটি

এমনকি ক’দিন আগেও যেখানে বাংলাদেশের বাজারে রামেন ছিল উচ্চবিত্তদের নাস্তার টেবিলের খাবার, তা এখন মধ্যবিত্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। ১২০ থেকে ৪০০ টাকা দামের নানা ধরনের ইন্সট্যান্ট রামেন দিনকে দিন ভোক্তাদের মধ্যে জনপ্রিয় হচ্ছে।

কয়েকটি সুপারশপে খোঁজ নিয়ে জানা যায়, আগে অভিজাত এলাকার দুই একটি আউটলেটে রামেন বিক্রি হলেও এখন প্রায় সবকটি আউটলেটে বিক্রি হচ্ছে জাপানি এ খাবার। রামেনের পাশাপাশি সস্তা হওয়ায় দেশীয় কোম্পানির ইন্সট্যান্ট নুডলসের দিকে মধ্যবিত্ত ভোক্তাদের ঝোঁক বাড়ছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে রামেনের জনপ্রিয়তা অপেক্ষাকৃত অনেক বেশি।

আরো পড়ুন : ছুটির দিনটি হোক আনন্দের

এস/ আই. কে. জে/

রামেন বিশ্ব খাদ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

Footer Up 970x250