সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শীতের বিকেলের নাস্তায় ‘এগ ফিঙ্গার’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শীতের হাওয়া বইছে চারপাশে, এসময় বিকেলের নাস্তায় গরম গরম চপ, কাটলেট, পাকোড়া খেতে ভালো লাগে অনেকেরই। তবে মাছ বা মাংস দিয়ে তো হরেকরকম পদ তৈরি করা যায়ই। কিন্তু চাইলে ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার এগ ফিঙ্গার। চলুন জেনে নেই মজাদার এই রেসিপিটি-

উপকরণ : 

ডিম- ৭টি

পেঁয়াজ কুচি- আধা কাপ

পাউরুটির গুঁড়ো- ১ কাপ

গোলমরিচ গুঁড়ো- ২ চা চামচ

ময়দা- ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

আরো পড়ুন : এই শীতে নারকেলের ভাপা পুলি

চিলি ফ্লেক্স- ১ চামচ

লবণ- স্বাদমতো

তেল- পরিমাণ মতো

প্রণালি : 

একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। এর মধ্যে পেঁয়াজ কুচি, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেশান। একটি গোল টিফিন কৌটোতে ভালো করে তেল মাখিয়ে তাতে ডিমের এই মিশ্রণটি ঢেলে দিন।

কড়াইয়ে পানি দিয়ে এতে বাক্সটি বসিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রাখুন। ২৫ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হয়ে গেলে বাক্সের ঢাকনা খুলে দেখুন জমাট বেঁধেছে কি না। জমাট বাঁধলে লম্বা লম্বা কেটে নিন। 

অন্য একটি পাত্রে পাউরুটির গুঁড়ো, লবণ, গোলমরিচ মিশিয়ে নিন। আরেকটি একটি পাত্রে দু’টি ডিম ফেটিয়ে রাখুন। এবার ফিঙ্গারগুলো প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে, এরপর পাউরুটির গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন। পরিবেশন করুন সালাদ বা কাসুন্দি দিয়ে। 

এস/ আই. কে. জে/ 

রেসিপি ‘এগ ফিঙ্গার’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন