সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার খসড়া অনুমোদন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা-২০২৩ এর খসড়া অনুমোদন দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী । রোববার (২৪শে ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর বিধিমালা সম্পর্কে অবহিতকরণ’ শীর্ষক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

আরো পড়ুন: সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ভূমি সচিব মো. খলিলুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দ্রুত প্রণয়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর খসড়া বিধিমালা এখন আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর আইনের বিধিমালা কার্যকর হবে।

এইচআ/ এসি

অনুমোদন খসড়া ভূমি

খবরটি শেয়ার করুন